কলকাতা: গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে মুকেশ অম্বানীর বাড়ি ‘অ্যান্টিলিয়া’-র ছবি। মুকেশ-পুত্র অনন্ত অম্বানী ও রাধিকার বিয়ের আসর বসতে চলেছে সেখানে। আগামী ১২ জুলাই বিয়ের মূল অনুষ্ঠানের আগে চলছে প্রাক বিবাহ পর্ব। সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন তারকারা। সূত্রের খবর, মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতেই মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ করা হয়েছে ওই অনুষ্ঠানে।
কবে মমতা মুম্বই যাবেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর আর কোনও কর্মসূচি আছে কি না, সেটাও জানা যায়নি। তবে কয়েকদিন আগে মুম্বই গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের পর উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-তে গিয়েছিলেন অভিষেক। আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকও করেন তিনি। তবে এবার মুম্বইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কি না, তা স্পষ্ট নয়।
সূত্রের খবর, মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীকে। গত মাসের শেষের দিকেই অম্বানীদের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাশ শিন্ডেকে। ছেলের বিয়েতে যাওয়ার জন্য নিজে গিয়ে আমন্ত্রণ জানান মুকেশ অম্বানী, সঙ্গে ছিলেন অনন্ত-রাধিকাও। গত ৪ জুলাই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে যেতে দেখা যায় মুকেশ অম্বানীকে।