Mamata Banerjee: ‘আমাদের কাছেও CBI-এর দুর্নীতির অভিযোগ আছে’, প্রয়োজনে ‘আইনি ব্যবস্থা’র হুঁশিয়ারি মমতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 29, 2022 | 11:40 PM

Mamata Banerjee: রাজ্যে কর্তব্যরত একাধিক আইপিএস অফিসারকেও কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই বিষয়টি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও ভাল চোখে দেখছেন না, তা সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee: আমাদের কাছেও CBI-এর দুর্নীতির অভিযোগ আছে, প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্য়ায় (মুখ্যমন্ত্রীর ফেসবুক)

Follow Us

কলকাতা : রাজ্যের একের পর এক দুর্নীতির অভিযোগে বেশ অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। গরুপাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, রাজ্যে কর্তব্যরত একাধিক আইপিএস অফিসারকেও কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই বিষয়টি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও ভাল চোখে দেখছেন না, তা সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কিছুটি হুঁশিয়ারির সুরে জানিয়ে রাখলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির ‘দুর্নীতির অভিযোগ’ও রয়েছে রাজ্যের কাছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমিও অনেক সিবিআই-ইডি দেখেছি। যাঁরা ভাল কাজ করেন, তাঁদের আমি সম্মান করি। কিন্তু আমাদের কাছেও সিবিআই-এর দুর্নীতির অভিযোগ আছে। ইডিরও আছে। বিএসএফ-এরও আছে। সিআরপিএফ-এরও আছে। আমাদের পুলিশ অফিসারদের দিল্লিতে ডেকে আপনারা যদি কিছু করেন, তাহলে আপনাদের এখানে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধেও আমরা আইনি ব্যবস্থা নেব।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যে কর্তৃব্যরত আট আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তালিকায় ছিলেন, জ্ঞানবন্ত সিং, রাজীব মিশ্র, ভাস্কর মুখোপাধ্যায়, কোটেশ্বর রাও, সেলভা মুরুগান, সুকে জৈন, তথাগত বসু এবং শ্যাম সিং। জানা গিয়েছে, কয়লা পাচার কাণ্ড সংক্রান্ত তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের ডাকা হয়েছে। এমন এক পরিস্থিতিতে সোমবার দলের ছাত্র সংগঠনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সংস্থাগুলির উদ্দেশে কিছুটা হুঁশিয়ারির সুর শোনা গেল মমতার গলায়।

তৃণমূল সুপ্রিমো এদিন আরও বলেন, “ইডি আর সিবিআইকে দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুঠ করছে।” এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়েও খোঁচা দেন মমতা। বললেন, “মানবাধিকার কমিশনের কয়েকজন চেনা-পরিচিত, কেনা নেতাকে নিয়ে এসেছে। সাধারণত এমন হয় না। এরা নিরপেক্ষ হয়। আদালতে কেস করিয়ে এক একটা অঞ্চল থেকে আমাদের ১০০-২০০ কর্মীদের সিবিআইকে দিয়ে গ্রেফতার করিয়েছে আর হেনস্থা করেছে। আমরাও লিস্ট করে রাখছি কারা হেনস্থা করছেন।”

Next Article