কলকাতা: পরিচ্ছন্নতার মাপকাঠিতে কলকাতা পৌরনিগম পাশ করেছে। ১ নম্বর। কিন্তু তাতে কী! মেয়র কিন্তু পাশ করতে পারলেন না, পাশ করতে পারেননি ডেপুটি মেয়র, পুলিশ কর্তা কেউই। সোমবারের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, “ওঁরা পারেননি বলেই তো আজ আমাকে এখানে বসতে হচ্ছে।” রাস্তা, ফুটপাত দখল করে হকার, ঝুপড়ি, অবৈধ পার্কিং নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর স্বাদের শহর কলকাতার সৌন্দর্যায়ন নিয়ে খুবই সচেতন মুখ্যমন্ত্রী, কিন্তু এখন তিনি রাস্তা দিয়ে গেলেই দেখতে পান! সেকথা বারবার জায়গা ধরে নির্দিষ্ট করে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে স্থানীয় মন্ত্রী, নেতা-বিধায়ক, লোকাল পুলিশকেও ঠুকেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন, “কলকাতা কি এমনিই এত সুন্দর হয়ে গিয়েছে? তখনকার মেয়রকে নিয়ে বৈঠকে বসেছিলাম।” সেকথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আদতে কী বলতে চেয়েছেন, সেটা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে স্পষ্ট। এদিন যখন হকার ইউনিয়নের এক নেতা মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইছেন, তিনি বলছেন, ডেপুটি মেয়রের সঙ্গে বৈঠকে বসবেন। তখনই তাঁকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ও বসে কিছু করতে পারবে না। ওরা করতে পারল না বলেই তো আমাকে বসতে হল। এক মাস সময় দিলাম। গোডাউন খোঁজার জন্য বাড়ি খোঁজা চলবে।”
সেক্ষেত্রে হকারদের জন্য আলাদা করে কোনও হাইপাওয়ার কমিটি মিটিং হবে। শুক্রবারই সেই বৈঠকে ডাকলেন মেয়র ফিরহাদ হাকিম। থাকবেন অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমাররা।