Mamata Banerjee: স্পেনে প্রবাসী বাঙালিদের সঙ্গে সাক্ষাৎ মমতার

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Sep 16, 2023 | 12:07 AM

Mamata Banerjee: লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের ফুটবল পরিকাঠামোকে আরও সুদৃঢ় করতে লা লিগার সঙ্গে একটি মৌ সাক্ষরও হয়েছে। লা লিগা বাংলায় ফুটবল একাডেমি করবে। মমতা তাঁদের আশ্বস্ত করেছেন, জমির কোনও সমস্যা হবে না।

Mamata Banerjee: স্পেনে প্রবাসী বাঙালিদের সঙ্গে সাক্ষাৎ মমতার
বাঙালিদের সঙ্গে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ আনতে এই সফর বলে আগেই জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে জানিয়েছিলেন, বিনিয়োগ-বৈঠকের মাঝে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখাও করবেন। সেইমতোই শুক্রবার প্রবাসী বাঙালিদের সঙ্গে সাক্ষাৎ করেন। একইসঙ্গে এদিন স্পেনের শিল্পপতিদের বাংলায় আসার জন্য আহ্বান জানান মমতা। বাংলায় বিনিয়োগের জন্য সমস্ত পরিকাঠামো রয়েছে বলেও স্পেনের বণিকমহলকে জানান তিনি।

এদিন মাদ্রিদে বিজনেস কনফারেন্স থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দয়া করে আপনারা আসুন। বাংলায় বিনিয়োগ করুন। সবরকম পরিকাঠামো আছে বাংলায়। শুধু আপনাদের উপস্থিতিই কাম্য। যদি বিনিয়োগ করতে নাও পারেন, তবু আসুন। দেখে যান বাংলা আপনাদের কী দিতে পারে।”

লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের ফুটবল পরিকাঠামোকে আরও সুদৃঢ় করতে লা লিগার সঙ্গে একটি মৌ স্বাক্ষরও হয়েছে। লা লিগা বাংলায় ফুটবল একাডেমি করবে। মমতা তাঁদের আশ্বস্ত করেছেন, জমির কোনও সমস্যা হবে না। স্পেনের জ়ারা ক্রিসমাসের আগেই এখানে তাদের প্রোডাকশন শুরু করবে বলেও ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Next Article