কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবরই নিজের জীবনের বিভিন্ন স্মৃতি ভাগ করে নিতে দেখা যান। তবে তিনি যখন পড়ুয়াদের সঙ্গে থাকেন সেই সময় অন্য মেজাজেই দেখা যায় তাঁকে। ছোটবেলার স্মৃতির পাশাপাশি, তাঁর বেড়ে ওঠা বিভিন্ন বিষয়ে গল্পের ছলে পড়ুয়াদের জানান তিনি।
এ দিনও মজার ছলে মুখ্য়মন্ত্রী জানালেন তাঁর নিজের নামটা একদম পছন্দ নয়। তবে মা-বাবা রেখেছেন। তাই মেনে নিয়েছেন। বলেছেন, “আমার ছোট বেলায় মা-বাবা মমতা নাম রেখেছিলেন সেটা আমার মোটেই পছন্দ ছিল না। এখন ভাবি কী একটা পচা নাম রেখেছিল। কিন্তু কিছু করার নেই। মা-বাবা আশীর্বাদ-শুভেচ্ছা নিয়ে বেঁচে থাকতে হয়।”
এমনকী পদবী ব্যবহারেও তাঁর অনিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘আমার মনে হয় পদবী না থাকলেই ভাল হত।’ তবে সামাজিক ধারা যেহেতু চলে আসছে তাই মেনে নিতে হয়। কিন্তু মমতা মনে করেন কাজের মধ্যে দিয়েই নিজের আসল পরিচয় মানুষ গড়ে তুলতে পারেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি অনেক সময় সই করি। সেখানে শুধুই মমতা লিখি। পদবী খুব ব্যবহার করি।”