কলকাতা : পুরভোটে ঘাসফুল শিবিরের মাথাব্যাথার কারণ ছিল একটাই, নির্দল কাঁটা। কলকাতা পুরসভাতেও বিক্ষুব্ধদের নির্দল প্রার্থী হিসেবে লড়াই করতে দেখা গিয়েছে। তবে, ১০৮ পুরসভা নির্বাচনে সেই বিষয়টা চরম আকার নেয়। সেই নির্দল প্রার্থীদের যে সব তৃণমূল নেতারা সমর্থন করেছেন, এবার তাঁদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, এমন অনেক নেতার নামই তাঁর কানে এসেছে যাঁরা নির্দ্বিধায় নির্দল প্রার্থীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রয়োজনে দল থেকে তাঁদের নাম বাদ দিতেও পিছপা হবেন না বলে সাফ বার্তা দিয়েছেন মমতা। আর সেই দায়িত্ব থাকবে দলের শৃঙ্খলারক্ষা কমিটির হাতে।
নির্দল কাঁটা নিয়ে যে মমতা যথেষ্ট বিরক্ত, সেই স্বর এ দিন তাঁর গলায় স্পষ্ট শোনা যায়। এক দিকে তিনি দাবি করেন, মানুষের জন্য কাজ করলে তবেই ভোট পাওয়া যায়। সেই সঙ্গে দলনেত্রীর দাবি নির্দল হয়ে যাঁরা লড়েছেন, তাঁদের ‘ইধারও নেই উধারও নেই।’ কয়েকজন নেতা আবার তাদের ‘বগলে করে ঘুরে বেড়িয়েছেন’, বলেও দাবি করেন মমতা।
মমতার কথা থেকেই এ দিন স্পষ্ট হয়ে যায়, নির্দল প্রার্থীরা কেউ বিচ্ছিন্ন নয়, বহু নির্দল প্রার্থীকেই স্থানীয় তৃণমূল নেতারা সমর্থন করেছেন। দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্দলকে জেতানোর চেষ্টা করেছেন বলেও দাবি মমতার। আর সেই সব নেতাকে এ দিন কড়া বার্তা দেন নেত্রী। বলেন, ‘দলের নির্দেশ যারা মানবে না, এখনও যারা গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলছে, আমার কাছে সবার খবর আছে।’ সেই সব নেতাদের উদ্দেশে মমতার বার্তা, ‘ভাবছেন আজ আপনার সুযোগ এসেছে। যখন দলের সুযোগ আসবে, তখন দল ক্যাঁচ করে আপনার নামটা কেটে দেবে।’
ক্ষোভ উগরে দিয়ে দিয়ে মমতা বলেছেন, ‘দলের প্রার্থী থাকা সত্ত্বেও কেন নির্দলকে সমর্থন করেছেন। দলকে হারিয়ে আপনারা নেতা হবেন?’ এমন ৭-৮ জন নেতার নাম নজরে আছে বলেও দাবি করেন মমতা। অনেক ক্ষেত্রে তাঁরা টিভিতে বিবৃতি দিচ্ছেন বলেও দাবি নেত্রীর। মমতা এ দিন জানিয়েছেন, এ ভাবে দল বিরোধী কাজ করলে, প্রথমে অ্যালার্ট করা হবে, তারপর শোকজ করা হবে। আর দুবার শোকজ করা হলে সাসপেন্ড করা হবে।
মমতা এ দিন কোনও নেতার নাম না নিলেও, নজরে থাকা নেতাদের তালিকায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের আবহে মদন মিত্র ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে নির্দলদের সমর্থন করার অভিযোগ ওঠে। মমতা এ দিন বলেছেন, ‘উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম, সেটা ঠিক নয়। ভাইরাল হওয়া নেতাদের মধ্যে মদন মিত্রের কথা বলা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। মমতা নাম না করে বার্তা দিয়েছেন, ‘যদি মনে করেন জিতে দলকে কৃতজ্ঞ করেছেন, তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারেন। বারবার বলা হচ্ছে করবেন না।’ তৃণমূল করতে গেলে আদর্শ নিয়ে করতে হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।