Mamata Banerjee: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতার সাংসদরা

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Jun 08, 2024 | 9:13 PM

Mamata Banerjee: মমতার দাবি, এনডিএ সরকার খুব বেশিদিনের নয়। মমতা বলেন, "একক সংখ্যা গরিষ্ঠও নয়, ৪০০ পারও করেনি। ইলেকশন কমিশনের ম্যানুপুলেশন হয়েছে। অবজারভারের ভূমিকা দেখা দরকার। এখানে সিআরপিএফ, এজেন্সি পাঠিয়ে দিয়েছে। একজন এসপি ৪৫ লক্ষ টাকা ধরতেই এসপি বদল করে দিল।"

Mamata Banerjee: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতার সাংসদরা
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রবিবার নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তিনি। তবে সেই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে নবনির্বাচিত সাংসদ ও জেলার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো।

সেই বৈঠক থেকেই এনডিএ বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও আমন্ত্রণ আসেনি। কেউ যাবেও না। মমতা বলেন, দেশের মানুষ এনডিএকে ভোট দেয়নি বলে রবিবার দেশের মানুষকে শুভেচ্ছা জানাবেন তিনি।

একইসঙ্গে মমতার দাবি, এনডিএ সরকার খুব বেশিদিনের নয়। মমতা বলেন, “একক সংখ্যা গরিষ্ঠও নয়, ৪০০ পারও করেনি। ইলেকশন কমিশনের ম্যানুপুলেশন হয়েছে। অবজারভারের ভূমিকা দেখা দরকার। এখানে সিআরপিএফ, এজেন্সি পাঠিয়ে দিয়েছে। একজন এসপি ৪৫ লক্ষ টাকা ধরতেই এসপি বদল করে দিল।”

শুনিয়ে রাখেন, ইন্ডিয়া আজ সরকার না গড়লেও কাল যে করবে না তাঁর কোনও কথা নেই। বলেন, “আমি সমস্ত সাংসদকে বলব, যে দলেরই হোন, নিজের নিজের দলকে শক্তিশালী করুন। এর ওর দল ভাঙার চেষ্টা করবে। বিজেপিকে বুঝতে হবে এবার, আপনার দলই ভেঙে যাবে। আমরা ভাঙব না, নিজেরাই চলে যাবে।” মমতা এদিন দাবি করেন, বিজেপির অনেকেই খুশি নন।

Next Article