Suvendu Adhikari: ‘আমি সঠিক পথেই রয়েছি’, বলছেন শুভেন্দু অধিকারী

Kanishka Maity | Edited By: Soumya Saha

Jun 08, 2024 | 10:07 PM

Suvendu Adhikari: বাংলা থেকে বিজেপির এই রেজাল্ট নিয়ে যখন রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হচ্ছে, তখন মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "আমি সঠিক পথেই আছি। জনগণ আমার সঙ্গে আছেন। আমার রাস্তাও সঠিক আছে।"

Suvendu Adhikari: আমি সঠিক পথেই রয়েছি, বলছেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

নন্দীগ্রাম ও কলকাতা: লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি টার্গেট নিয়েছিল অন্তত ৩০ আসনে জয়ের। কিন্তু সেই টার্গেটের অর্ধেকও পূরণ হয়নি। বরং আসন কমেছে। জেতা আসনগুলিও তৃণমূলের দখলে গিয়েছে। শেষ পর্যন্ত ১৮ থেকে কমে ১২ আসনে নেমে এসেছে বিজেপি। বাংলা থেকে বিজেপির এই রেজাল্ট নিয়ে যখন রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হচ্ছে, তখন মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “আমি সঠিক পথেই আছি। জনগণ আমার সঙ্গে আছেন। আমার রাস্তাও সঠিক আছে। ২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন। আমাদের বিরাট দায়িত্ব।”

আগামিকাল রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আগামিকালের এই দিনটিকে এক ঐতিহাসিক দিন হিসেবেই দেখছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানালেন না বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “আমার যাওয়ার ইচ্ছা আছে। আগে তো পশ্চিমবঙ্গের কর্মীদের বাঁচাতে হবে। প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বেছে বেছে কার্যকর্তাদের মারা হচ্ছে। গোটা রাজ্যে ১০-১২ হাজার কর্মী ঘরের বাইরে আছেন। তিন দিন ধরে লাগাতার সেবা দিয়েছি।”

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে যেমন আশা করেছিল, তেমন ফল হয়নি। তবে বিজেপির যে ভোট শতাংশ বেড়েছে, সেটাকেই ইতিবাচকভাবে দেখছেন শুভেন্দু। তিনি বলেন, “বিপুল সংখ্যক ভোট পেয়েছে বিজেপি। ৩৯ শতাংশ ভোট এসেছে। বিজেপির ভোট বেড়েছে। নিশ্চিতভাবে আমরা সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম ৪২ শতাংশ ভোট পাব। আমরা খুশি হতাম যদি ১২ উল্টে ২১ হয়ে যেত।”

Next Article