কলকাতা: সনাতন ধর্ম প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। তাঁর সেই বক্তব্যের সরাসরি বিরোধিতা না করলেও, বিষয়টিতে যে তিনি সহমত নন, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছেন, প্রতিটি ধর্মের নিজস্ব ভাবাবেগ রয়েছে, প্রত্যেক ধর্মকেই সম্মান করা উচিত। সেই সঙ্গে মমতা এও বলেছেন যে উদয়নিধি কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তা তাঁর জানা নেই। উল্লেখ্য, সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে বিতর্কের মুখে পড়েছেন উদয়নিধি। ইতিমধ্যেই বিধান নগর পূর্ব থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে।
সম্প্রতি এক সম্মেলনে উদয়নিধি বলেছেন, কোনও কোনও জিনিসের বিরোধিতা না করে সেগুলিকে নির্মূল করা প্রয়োজন। ঠিক যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া নির্মূল করার চেষ্টা করা হয়, তেমনই সনাতন ধর্মও নির্মূল উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক চরমে। বিজেপির তরফে এই মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, উদয়নিধির এই মন্তব্য গণহত্যার সামিল। যেহেতু স্ট্যালিন ইন্ডিয়া জোটের অন্যতন শরিক, তাই খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
এরপরই মুখ খুলেছেন মমতা। তাঁর বক্তব্য, কোনও ধর্ম সম্পর্কে এমন কোনও মন্তব্য করা উচিত নয়। প্রত্যেক ধর্মকে সম্মান করার কথা বলেছেন তিনি। উল্লেখ করেছেন, সব ধর্মই ভারতীয় সংস্কৃতির অঙ্গ।