Mamata Banerjee: কেন্দ্রীয় বাহিনী কোথায় যাচ্ছে, পুলিশের কাছে খবর থাকছে না; অসন্তুষ্ট মমতা : সূত্র

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 07, 2022 | 6:40 PM

Mamata Banerjee: সূত্রের খবর এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। বৈঠকে উপস্থিত পুলিশকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, মলয় ঘটকের বাড়ি থেকে সিবিআই বেরিয়েছে কি না। সূত্রের খবর, ওই প্রশ্নে পুলিশ তখন উত্তর দিতে পারেনি।

Mamata Banerjee: কেন্দ্রীয় বাহিনী কোথায় যাচ্ছে, পুলিশের কাছে খবর থাকছে না; অসন্তুষ্ট মমতা : সূত্র
মমতা বন্দ্যোপাধ্য়ায়

Follow Us

কলকাতা : বুধবার প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠক থেকে পুলিশের ভূমিকা নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর বৈঠকে মমতা কিছুটা ক্ষুব্ধ হয়েই বলেছেন, “আপনাদের কাছে কোনও খবর থাকছে না‌। কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছে মত যেখানে খুশি ঢুকে পড়ছে। কিন্তু আপনাদের কাছে কোনও খবরই থাকছে না। মাঝরাতেও ঢুকে পড়ছে। এভাবে চলতে পারে না। আপনাদের খবর রাখতে হবে।” সূত্রের খবর এই ভাবেই রাজ্য পুলিশের কর্তাদের বুধবার ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার সকালে প্রায় একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা পৃথক পৃথক দলে ভাগ হয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কলকাতা ও আসানসোলের বাড়িতে হানা দিয়েছিল। আসানসোলে তিন জায়গায়, কলকাতায় তিন জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। বৈঠকে উপস্থিত পুলিশকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, মলয় ঘটকের বাড়ি থেকে সিবিআই বেরিয়েছে কি না। সূত্রের খবর, ওই প্রশ্নে পুলিশ তখন উত্তর দিতে পারেনি।

সূত্র মারফত জানা গিয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রী রীতিমত ধমক দিয়ে পুলিশকর্তাদের বলেন, “আপনারা কোনও খোঁজ খবর রাখছেন না। সঠিক খোঁজখবর রাখতে হবে। কে কোথায় ঢুকে পড়ছে তা জানতে হবে।” সূত্রের খবর, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকেও মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ওখানেও কেন্দ্রীয় বাহিনী ঘুরছে, সেই খবর তিনি রেখেছেন কি না?

উল্লেখ্য, এদিনের বৈঠকে পুলিশের সঙ্গে সমন্বয়ের অভাব নিয়েও বেশ অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। জানা গিয়েছে, পুলিশকে আগামী দিনে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দ্রুত থানাগুলির মধ্যে সমন্বয় ফিরিয়ে আনার বার্তাও তিনি দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Next Article