Mamata Banerjee in Teachers Day: পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে, নৈতিক চরিত্র গঠন করুন: মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 05, 2022 | 2:46 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর দাবি, মানুষ কতটা লোভী হবে, সেটা তাঁকেই বিবেচনা করতে হবে। হাতের পাঁচটা আঙুল সমান হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।

Mamata Banerjee in Teachers Day: পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে, নৈতিক চরিত্র গঠন করুন: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : শিক্ষক দিবসে স্কুলের পাঠ্যে এক নতুন বিষয় যোগ করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নৈতিক চরিত্র গঠন’, এমন একটি বিষয় সিলোবাসে যুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নির্দেশ দিলেন তিনি। সোমবার শিক্ষক দিবসে উপলক্ষ্যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষা রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, বিবেকানন্দের মতো মনিষীদের কথাই হবে সেই পাঠ্যক্রমের বিষয়। সেই প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘আমি কত টাকার মালিক হলাম, সেটা আমার পরিচয় নয়। টাকা আজ আছে কাল ফুরিয়ে যাবে।’ যে সময়ে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তখন দলনেত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তবে সবার লোভ বা মানসিকতা যে সমান হয় না, সে কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। দলের নেতাদের কেলেঙ্কারিতে নাম জড়ানোয় তৃণমূল সুপ্রিমোর দিকে যখন বিরোধীরা আঙুল তুলতে শুরু করেছেন, তখন মমতা এ দিন বললেন, ‘স্বয়ং ভগবানও সবটা নিয়ন্ত্রণ করতে পারেন না। আর আমি তো একজন সাধারণ মানুষ।’ মমতার কথায়, ‘আমি কতটা লোভী হবে, সেটা নির্ভর করবে আমার ওপর। আমি কতটা ভাল ভাবে চলব,  সেটা নির্ভর করবে আমার ওপর।’ আর সেটার জন্য নৈতিক চরিত্র গঠন প্রয়োজন বলে মনে করছেন তিনি।

দলের কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে, বাকিদের যে দোষী সাব্যস্ত করা উচিত নয়, সে কথা আগেও বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সেই একই ভাষায় কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘জগতে সবাই সমান হয় না। পাঁচ আঙুল কি সমান?’ তাই তাঁর দাবি, একজন খারাপ মানুষ কী ব্যবহার করলেন, তা দেখে গোটা সমাজকে কুৎসা করা উচিত নয়। সবাইকে এক জায়গায় দাঁড় করানো উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

কারও নাম না করলেও, মমতা এদিন উল্লেখ করেন, ভাল মানুষও অনেক সময় বিপথে চালিত হয়ে যেতে পারেন। সঙ্গ দোষে বা মানসিক হতাশা থেকে কেউ কেউ খারাপ পথে চালিত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই মন্তব্যও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article
Mamata Banerjee: শিক্ষা ব্যবস্থা চালানো রাজ্য চালানোর মতোই ব্যাপার, শিক্ষক দিবসের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee on Recruitment Scam: ‘আমাদের আমলে কাগজ আছে বলেই, ভুলটা ধরতে পারছেন’, বামেদের পাল্টা আক্রমণ মমতার