Mamata on Bikash: ‘বার্থ সার্টিফিকেট নিয়ে হলফনামা দিন’, চ্যালেঞ্জ মমতার; কড়া প্রতিক্রিয়া বিকাশের

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরু ও কয়লা কাণ্ড প্রসঙ্গে বলেছেন, "এতদিন যাঁরা কাজ করে এসেছেন, তাঁদের ইতিহাসটা খোঁজ নিন না। আমরা তো এগারো বছর ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে। এখন তো এসব অনেক কমে গিয়েছে।"

Mamata on Bikash: 'বার্থ সার্টিফিকেট নিয়ে হলফনামা দিন', চ্যালেঞ্জ মমতার; কড়া প্রতিক্রিয়া বিকাশের
মমতাকে খোলা চিঠি বিকাশের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 11:41 PM

কলকাতা : বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম। এবারও আক্রমণ ফের সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বললেন, সিপিএম-এর ৩৪ বছরের একটি আলমারি দেখান তো, যেখানে পাওয়া যাবে সব তথ্য। একটু বিকাশ বাবুকে বলুন না, হাইকোর্টে আমাদের চোর ডাকাত না বলে, তিনি শুধু তাঁর আমলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা হলফনামা দিয়ে বিস্তারিত জানাবেন কি?”

শুধু তাই নয়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ববি তো এখন মেয়র হয়েছে। জল জমলে রাস্তায় দাঁড়িয়ে থাকে আধ হাঁটু জলে। উনি যখন মেয়র ছিলেন, চার দিন-পাঁচ দিন… আপনাদের রেকর্ড বের করে দেখুন না, উনি কলকাতাতেই থাকতেন না। এখন বড়বড় কথা। লেবু কচলাতে কচলাতে তেতো হয়।”

শুধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরু ও কয়লা কাণ্ড প্রসঙ্গে বলেছেন, “এতদিন যাঁরা কাজ করে এসেছেন, তাঁদের ইতিহাসটা খোঁজ নিন না। আমরা তো এগারো বছর ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে। এখন তো এসব অনেক কমে গিয়েছে।”

উল্লেখ্য, এর আগেও সাম্প্রতিককালে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ে মঞ্চ থেকে সিপিএম সাংসদকে বার্থ সার্টিফিকেট ইস্যুতে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “ফাইল বের করব নাকি?” এমন কথাও শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর গলায়। ‘সাধুপুরুষ’, ‘ভাজা মাছ উল্টে খেতে জানেন না’… এমন রকমারি খোঁচাও দিতে দেখা গিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে।

যদিও এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “উনি প্রলাপ বকতে অভ্যস্ত। উনি প্রলাপ বকছেন। ওদের অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। বিগত দিনে কী হয়েছে, কী না হয়েছে, তার কোনও তথ্য নেই… কিন্তু সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। ছোটবেলায় যেমন দুষ্টুমি করলে বলা হয়, আমি করিনি, ও করেছে। একটি দায়িত্বশীল সরকার যারা ১১ বছর ক্ষমতায় রয়েছে, তাঁরা ১১ বছরে কোনওরকম ব্যবস্থা করতে পারল না। কোনও দুর্নীতির সামান্যতম চিহ্নও প্রকাশ করতে পারল না। আজ যখন তাদের দুর্নীতিগুলি প্রকাশ্যে এসে গিয়েছে, মানুষ চোখের সামনে দেখছে, তখন বলছেন, ওই আমলেও খারাপ ছিল। ওই আমলে যদি খারাপ থাকে, তুমিও সেই খারাপটা করবে নাকি। তুমি দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ হয়েছে। এখন বিচার্য তোমার অপকর্ম।”