Mamata Banerjee: বুধবার সকাল ১০টায় বড় ঘোষণা মমতার, কী হতে চলেছে ভোট-বঙ্গে?

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 05, 2024 | 10:49 PM

Mamata Banerjee: লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই শহরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনে সর্বদলী বৈঠকও হয়েছে। এক সপ্তাহের মধ্যে দুবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে এই বিশেষ ঘোষণা মমতার।

Mamata Banerjee: বুধবার সকাল ১০টায় বড় ঘোষণা মমতার, কী হতে চলেছে ভোট-বঙ্গে?
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে পাশাপাশি রাজ্যেও যখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে, তার মধ্যে কী এমন বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বুধবার সকাল ১০ টায় কোনও এক বিশেষ ঘোষণা করতে চলেছেন তিনি। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সে কথা। তারপরই শুরু হয়েছে জল্পনা। কোনও সরকারি পরিষেবামূলক ঘোষণা নাকি রাজনৈতিক কোনও বার্তা তিনি দিতে চলেছেন? তা স্পষ্ট নয়য

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন, “আগামিকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা। সময় সকাল ১০ টা। নজর রাখুন আমার ফেসবুক পেজে।” উল্লেখযোগ্যভাবে এই সকাল ১০টার সময়েই শহরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন তিনি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। আর ঠিক সেই সকাল ১০ টাতেই কোনও বিশেষ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

এভাবে সোশ্যাল মিডিয়ায় টিজার দিয়ে এর আগে কোনও ঘোষণা করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার কেন এমন অভিনব পন্থা বেছে নিলেন, সেটাও স্পষ্ট নয়।

লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই শহরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনে সর্বদলী বৈঠক হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও পৌঁছতে শুরু করেছে রাজ্যের একাধিক জায়গায়। এক সপ্তাহের মধ্যে দুবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে এই বিশেষ ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ফেসবুক পোস্ট

Next Article