কলকাতা : অবশেষে স্বস্তি মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। শপথগ্রহণ পর্ব ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে এবার নিজেই ইতি টানলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২ টোর সময় মুখ্যমন্ত্রী এবং বাকি দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে বিধানসভা ভবনেই।
Earlier @itspcofficial had indicated ‘pl administer oath of 3 elected members on 7th October 2021 at 11.45 a.m.’ and after issuance of order has sought “Kindly allow to administer oath at 2 p.m. instead of 11.45 a.m.”
Now oath will be administered at 2 PM at WBLA by Governor WB. https://t.co/v0qjB0Aq5B pic.twitter.com/RBVA4mdFdG— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2021
প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হুসেন এবং আমিরুল ইসলামের শপথ গ্রহণের সময় ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার সময়। তবে আজ বিকেলে রাজ্যপাল একটি টুইটে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার বদলে দুপুর দুটোর সময় তিনি শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী এবং বাকি দুই বিধায়ককে।
প্রশাসনিক সূত্রে শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না কোনও ভাবেই এই শপথ নিয়ে জটিলতা তৈরি হোক। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক। তিনি চাইছেন গোটা প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হোক। রাজ্যপাল সোমবারই গ্যাজেট নোটিসের অপেক্ষার কথা বলেছেন। এরপর থেকেই রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া আসে কি না, তার দিকেই তাকিয়ে থাকতে হয়েছে প্রশাসনকে।
সোমবারই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমরা অনুরোধ করেছি রাজ্যপাল মহোদয়কে। আগামী ৭ তারিখ ১২টার আগে আমরা চাইছি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি শপথবাক্য পাঠ করান। আমরা আশা করছি নোটিফিকেশনটা হয়ে গেল উনি ৭ তারিখ বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই নতুন নির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।” এদিন রাতেই নোটিফিকেশন জারিও হয়ে যায়।
এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যপালই জানেন কী করবেন। তবে আমার মনে হয়, আমাদের যে সংসদীয় রীতিনীতি বা সাংবিধানিক রীতিনীতি তা উনি নিশ্চয়ই ভাঙবেন না। তা মাথায় রেখে উনি সিদ্ধান্ত নেবেন।”
বিধানসভার পরিষদীয় দফতর থেকে এর আগে রাজভবনে চিঠি দিয়ে জানানো হয়েছিল, ৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে শপথবাক্য পাঠ করানোর জন্য। তাদের দাবি, শপথবাক্য রাজ্যপাল বিধানসভায় এসে পাঠ করান। তবে এবার রাজ্যপাল টুইট থেকে স্পষ্ট, তিনিও আর কোনও জটিলতা বাড়াতে চাইছেন না। বিধানসভায় গিয়েই তিনি মমতা ও বাকি দুই বিধায়কের শপথবাক্য পাঠ করাবেন। তবে ১২ টার মধ্যে তা সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবার দুপুর ২ টোয় তিনি বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন।
আরও পড়ুন : Mamata Banerjee Oath Ceremony: শপথ নিয়ে জটিলতা চাইছেন না, ঘনিষ্ঠমহলে এমনই বার্তা মমতার! দাবি সূত্রের