Durga Puja 2021: মহালয়ায় ভোরে যান চলাচল বন্ধ স্ট্র্যান্ড রোডে, তর্পণাদির জন্য থাকছে বিশেষ নিয়ম

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 05, 2021 | 6:06 PM

Mahalaya: আগামিকাল, বুধবার ভোর ৪টে থেকে গোটা দিনই বন্ধ থাকছে চক্ররেল। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে স্ট্র্যান্ড রোড অন্যান্য নদীঘাটের সংযোগকারী রাস্তা। ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত জারি থাকবে এই নিয়ম।

Durga Puja 2021: মহালয়ায় ভোরে যান চলাচল বন্ধ স্ট্র্যান্ড রোডে, তর্পণাদির জন্য থাকছে বিশেষ নিয়ম
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: রাত পোহালেই মহালয়া। কোভিড আবহেই দেবীপক্ষের সূচনা। সপ্তাহান্তেই সূচনা দুর্গাপুজোর (Durga Puja)। তবে গত বছরের মতোই এ বছরেও চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তাই দেবীপক্ষের ভোরে গঙ্গাবক্ষে বিশেষ  বিধিনিষেধ জারি করল রাজ্য।  কাল প্রায় গোটা দিনই বন্ধ থাকতে চলেছে চক্র রেল। স্ট্র্যান্ড রোড-সহ একাধিক রাস্তাতেও থাকছে বিশেষ বিধিনিষেধ।

জানা গিয়েছেে, আগামিকাল, বুধবার ভোর ৪টে থেকে গোটা দিনই বন্ধ থাকছে চক্ররেল। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে স্ট্র্যান্ড রোড অন্যান্য নদীঘাটের সংযোগকারী রাস্তা। ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। পাশাপাশি তর্পণাদির জন্য় থাকছে বিশেষ  নিয়ম। মোট ৩৭ টি ঘাটে থাকছে ৩৭ টি বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ টিম।  প্রত্যেক টিমেই থাকছে কমপক্ষে ২ জন করে ডুবুরি। কলকাতা ও হাওড়া, দুই দিকের ঘাটের জন্যই একই ব্যবস্থা।

এখানেই শেষ নয়, গঙ্গাবক্ষে বুধবার ভোররাত থেকেই টহলদারি রিভার ট্রাফিক পুলিশের। মূলত স্পিডবোট ও জেটস্কিতেই চলবে নজরদারি। তর্পণ করতে এসে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতেই এই বিশেষ ব্যবস্থা। প্রত্যেক ঘাটে দড়ি দিয়ে বেঁধে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দূরত্ব। জলেও থাকছে ভাসমান বেলুন। তাই কেউ জলে নেমে তর্পণ করতে চাইলে ওই বেলুন-সীমারেখা পার করা যাবে না।

যাঁরা তর্পণ করবেন তাঁদের প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ছোট ছোট দলে ভাগ করে চলবে তর্পণাদির অনুষ্ঠান। এক ঘাটে যাতে অনেক ভিড় না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হবে।

প্রসঙ্গত, পুজোর জন্য় ইতিমধ্যেই ১১ দফা গাইডলাইন প্রকাশ করেছে নবান্ন। পুজোর চারদিনে মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ। পাশাপাশি করা যাবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা জমায়েত।

অন্যদিকে, মহালয়ার দিনেও ভাসতে পারে কলকাতা বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মহালয়ার ভোর থেকে। ছাড় পাচ্ছে না কলকাতাও। খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বটে, তবু আগামিকাল মহালয়ার দিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সেই সঙ্গে সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।

মঙ্গলবার কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। কয়েকটি জায়গায় দুপুরবেলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।  এদিন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশিই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে ছিল। তাই বৃষ্টি হলেও গরম ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

আরও পড়ুন: TMC Leader Murder Case: কুরবান শাহ হত্যা মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিমকোর্টের, স্বস্তিতে পরিবার

আরও পড়ুন: Kaliachak: ফের ‘কুরুক্ষেত্র’ কালিয়াচক, আচমকা বোমা ফেটে জখম ২ শিশু!

 

 

Next Article
Mamata Banerjee Oath Taking : কাটল জটিলতা, বৃহস্পতিতে দুপুর ২ টোয় মমতাকে শপথবাক্য পাঠ করাবেন ধনখড়
Kolkata Cyber Crime: করোনা মহামারীতে পাঁচগুন বেড়েছে সাইবার অপরাধ, চিন্তায় কলকাতা পুলিশ