কলকাতা : শনিবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গিয়েছে শহর কলকাতায়। খানা-খন্দে ভরা রাস্তায় একটি মাল বোঝাই ট্রাক উল্টে পড়ে গিয়েছিল একটি ছোট চার চাকার গাড়ির উপর। গাড়ির ভিতরে ছিলেন রাম কিঙ্কর রাম। কলকাতা পুরনিগমের ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে তিনি। ভয়ঙ্কর ওই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাম কিঙ্করের। ছেলেকে হারানোর শোকে কাউন্সিলের এখন ভারাক্রান্ত। সদ্য পুত্রহারা, শোকসন্তপ্ত রাম পেয়ারে রামের সঙ্গে এদিন দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেখান থেকে কর্মসূচি শেষ করে এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রী পৌঁছে যান কলকাতা পুরনিগমের ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রামের বাড়িতে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রীর গাড়ি পৌঁছে যায় কাউন্সিলর রাম পেয়ারে রামের বাড়িতে। গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী ঢুকে যান দলীয় কাউন্সিলের বাড়িতে। সেখানে প্রায় মিনিট সাতেক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের লোকেদের সময়ে। এই কঠিন সময়ে তাঁদের মন শক্ত রাখার জন্য বলেন মমতা। জানা গিয়েছে, ওই সময়ে রাম পেয়ারে রামের পরিবারের লোকজন ছাড়া আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। দুর্ঘটনায় মৃত রাম কিঙ্কর রামের স্ত্রীর সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতে ওই মর্মান্তিক পরিণতিতে প্রাণ হারানো রাম কিঙ্করের একটি ছোট ছেলেও রয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে কলকাতা পুরনিগমের কাউন্সিলরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে, তাঁদের মনে খানিক ভরসা জোগালেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শনিবার রাতে কলকাতার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। ফলে রাস্তার বেশ কিছু জায়গায় জল জমে ছিল। খিদিরপুরের বাবুবাজার এলাকার কাটাপুকুর রোডের যে অংশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল, সেই রাস্তাটিও ছিল খানা-খন্দে ভরা। ঘটনার পর সেদিন রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।