Mamata Banerjee: ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স আনতে চান মমতা, ‘অরিজিনাল ডাক্তারদের’ পাশাপাশি কাজ করবেন তাঁরাও

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

May 11, 2023 | 4:20 PM

Diploma for Doctors: ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন ডিপ্লোমা কোর্স হয়, তেমন ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করার ভাবনা মমতার। বললেন,  'অনেক হাসপাতাল হচ্ছে, যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলেমেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে।'

Mamata Banerjee: ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স আনতে চান মমতা, অরিজিনাল ডাক্তারদের পাশাপাশি কাজ করবেন তাঁরাও
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে, বিশেষ করে জেলাস্তরের সরকারি হাসপাতালগুলিতে রোগী ও চিকিৎসকের অনুপাত নিয়ে বার বার কথা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এবার সেই চিকিৎসকের অভাব মেটাতে নতুন টোটকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Benerjee)। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক সাংবাদিক বৈঠক থেকে ডাক্তারদের ডিপ্লোমা কোর্সের (Diploma Course in Medical) পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন ডিপ্লোমা কোর্স হয়, তেমন ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করার ভাবনা মমতার। বললেন,  ‘অনেক হাসপাতাল হচ্ছে, যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলেমেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে।’

কিন্তু কেন হঠাৎ এই ডিপ্লোমা কোর্সের ভাবনা মুখ্যমন্ত্রীর? সেই কথাও নিজেই জানালেন তিনি। এদিন নবান্নের বৈঠক থেকে মমতা জানালেন, এর ফলে যাঁরা এমবিবিএস কোর্স করে ‘অরিজিনাল ডাক্তার’ হচ্ছেন, তাঁদের পাশাপাশি সমান্তরাল একটি ব্যবস্থা তৈরি করা যাবে। যেভাবে হাসপাতাল বাড়ছে, বেড বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে, সেই পরিস্থিতিতে এই ডিপ্লোমা পাশ ডাক্তারদের অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন মমতা।

মুখ্যমন্ত্রী বললেন, ‘এতে পাঁচ বছর ধরে প্রশিক্ষণে আমরা যে অরিজিনাল ডাক্তার পাচ্ছি, তাদের অনেকটা সময়  যাচ্ছে… পড়াশোনা করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু যেহেতু হাসপাতাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বেড বাড়ছে… যদি সমান্তরালভাবে একটি ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজে লাগানো যায়, তাহলে মনে হল ভাল রেজাল্ট দেবে।’ যদিও ডাক্তারদের জন্য এই ডিপ্লোমা কোর্স ঠিক কী রকম হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

বৈঠকে উপস্থিত আমলাদের উদ্দেশে মমতা জানতে চান, এমন কোনও ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না। উল্টোদিক থেকে উত্তর আসে, বিষয়টি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে জানানো হবে। মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, তিন-চার জনের একটি কমিটি গঠন করে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। হাসপাতালগুলির সেমিনার হলে, বা সরকারি কোনও কনভেনশন সেন্টারে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলে জানান মমতা।

Next Article