কলকাতা : একুশে জুলাইয়ের (21 July TMC Rally) মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিয়ে আক্রমণ শানালেন। এমনকী পুরানো ফাইল বের করার হুঁশিয়ারিও দেন। মঞ্চ থেকে বিকাশ বাবুর নাম করে মমতা বলেন, “দেখাচ্ছেন সাধুপুরুষ। ভাজা মাছ উল্টে খেতে জানেন না। আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে… ওই ফাইলটা বের করব?” একসঙ্গে বিজেপি-সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, রাজ্যে এখন ১৭ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। কিন্তু মামলা চলছে বলে রাজ্য সরকার বিষয়টি নিয়ে কিছু করতে পারছে না।
শুধু তাই নয়। এর পাশাপাশি নাম না করে এক সংবাদপত্রের সাংবাদিকদের একাংশের স্ত্রীদের শিক্ষকের চাকরি নিয়েও এদিন রণংদেহি মূর্তি ধারণ করতে দেখা যায় মমতাকে। প্রশ্ন তোলেন, সিপিএমের একটা কাগজ আছে, সেই কাগজের সাংবাদিকদের বেশিরভাগের স্ত্রী আদৌ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কি না। এমনকী বাম আমলে এক একটি চাকরি ১০-১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে বলেও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ও বেনিয়মের যে অভিযোগ উঠেছে, সেই নিয়েও এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “যদি কোথাও ভুল হয়, সংশোধন করে নিতে হবে। কাজ করতে গেলে ভুল হয়। যদি কেউ ইচ্ছা করে ভুল করে, তার সাজা হবে।” উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বার বার নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির। নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীর। এমনকী এক মন্ত্রী-কন্যার চাকরি বাতিলও করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমন পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথাগুলি সেই অস্বস্তিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। এদিন স্পষ্ট ভাষায় মমতা বলে দেন, প্রত্যেকে তাঁর নিজের যোগ্যতাতেই চাকরি পাবে।