শাহের পাল্টা বোলপুরে মহামিছিল মমতার

Dec 21, 2020 | 2:52 PM

একুশের বিধানসভা ভোটকে ঘিরে টানটান উত্তেজনা রাজ্যজুড়ে। এই ভোটে শাসকদলের প্রধান বিরোধী যে বিজেপি তা নিয়ে দ্বিমতের কোনও অবকাশই নেই।

শাহের পাল্টা বোলপুরে মহামিছিল মমতার
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: অমিত শাহের পাল্টা পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ ডিসেম্বর দু’দিনের বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৮ তারিখ প্রশাসনিক বৈঠক করবেন। পরদিন বোলপুরে পদযাত্রা করবেন তিনি। অনুব্রত-গড়ে রবিবারই শক্তি প্রদর্শন করে এসেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর র‌্যালি ঘিরে জনজোয়ার বুঝিয়ে দিয়েছে রাজ্যে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির। এবার পাল্টা তৃণমূলের পালা। তৃণমূলনেত্রী নিজে উপস্থিত থাকবেন সেখানে।

আরও পড়ুন: নাম না করে শুভেন্দুকে ‘ছারপোকা’ বলে কটাক্ষ পার্থর

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর র‌্যালি করবেন তিনি। সেখানে প্রায় ২ লক্ষ মানুষ থাকবেন। কিন্তু সোমবার হঠাৎই ঘোষণা হয় বীরভূম সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। ২৯ তারিখ বঙ্গধ্বনি যাত্রায় অংশ নেবেন। এরপরই অনুব্রত তাঁর ২৭ তারিখের কর্মসূচি বাতিলের কথা জানান। একইসঙ্গে বলেন, “দিদি যখন আসছেন তাঁর সঙ্গেই আমরা হাঁটব।”

আরও পড়ুন: নামছে পারদ, শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছয় জেলায়

একুশের বিধানসভা ভোটকে ঘিরে টানটান উত্তেজনা রাজ্যজুড়ে। এই ভোটে শাসকদলের প্রধান বিরোধী যে বিজেপি তা নিয়ে দ্বিমতের কোনও অবকাশই নেই। শুভেন্দু অধিকারীর মতো নেতাকে দলে টেনে ইতিমধ্যেই দিলীপ ঘোষ, মুকুল রায়রা বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের ‘কাঁটা’ দিয়েই ‘তৃণমূল কাঁটা’ উৎপাটন করতে চাইছে তারা। পাল্টা তৃণমূলও সোমবার দলে নিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডলকে। বার্তা দিয়েছে,  বিজেপির সঙ্গে চলতে অসুবিধা হলে তৃণমূলের দরজা খোলা। আসলে সবরকমভাবেই শক্তি বাড়িয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে দু’পক্ষ। এসবের মধ্যেই এবার সমর্থন-প্রমাণে মরিয়া তৃণমূল সামনাসামনি শক্তিযুদ্ধে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। শাহর মেগা র‌্যালির পর বোলপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল।

Next Article