Mamata Banerjee: কড়া আইন আনা হোক, ধর্ষণ-খুনের দ্রুত বিচারে মোদীকে চিঠি মমতার

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Aug 22, 2024 | 6:51 PM

Mamata Banerjee: মমতা লেখেন, এই ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি দরকার। দ্রুত যাতে বিচার পাওয়া যায়, তার জন্য ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি করেন তিনি।

Mamata Banerjee: কড়া আইন আনা হোক, ধর্ষণ-খুনের দ্রুত বিচারে মোদীকে চিঠি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন নরেন্দ্র মোদীকে।

Follow Us

কলকাতা: আরজি করকাণ্ডে তোলপাড় গোটা দেশ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ধর্ষণ-খুনের ঘটনার বিচার দ্রুততার সঙ্গে করতে হবে। আনতে হবে কড়া আইন। ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হোক, লেখেন মমতা। বৃহস্পতিবার সকালে এই একই দাবিকে সামনে রেখে এক্স হ্যান্ডেলে লেখেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এদিন প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশে ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। যে তথ্য আসছে, তাতে সারা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা দায়িত্ব সকলের। এই নৃশংসতা শেষ হওয়া দরকার।

মমতা লেখেন, এই ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি দরকার। দ্রুত যাতে বিচার পাওয়া যায়, তার জন্য ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি তোলেন তিনি।

এদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গত ১০ দিন ধরে আরজি কর নিয়ে গোটা দেশ যখন প্রতিবাদে সরব, বিচারের দাবি উঠেছে। ভারতের বিভিন্ন কোণে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা কড়া আইন চাই। ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

Next Article