কলকাতা: ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ওয়েবেলের (WEBEL) চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তিনি। এবার তার সঙ্গে প্রযুক্তি সংস্থার নতুন দায়িত্বভার তাঁর কাঁধে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের সচিবালয় নবান্ন। এক সময় রাজ্যের মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই পদের মেয়াদ শেষ হওয়ার পর এবার নতুন দায়িত্ব।
সম্প্রতি এই ওয়েবল নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে (I-Pac) অন্যায়ভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু। আর এই ঘটনায় রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলের নামও তোলেন তিনি। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠকও করার কথা শুভেন্দু অধিকারীর। এই আবহে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওয়েবলের গুরুত্বপূর্ণ পদে আসা।
গত বুধবার কলকাতায় বিজেপির একটি প্রতিবাদ মিছিল ছিল। সেই মিছিলে বিরোধী জোটকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বেঙ্গালুরু বৈঠকে তৈরি হওয়া জোট ‘I.N.D.I.A’ নিয়ে শুভেন্দু কটাক্ষ করে বলেন, সমস্ত দুর্নীতিপরায়ণরা এক ছাতার তলায় এসেছেন। এরপরই প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে ১২০ কোটির টেন্ডার পাইয়ে দেওয়ার কথা শোনা যায় বিরোধী দলনেতার গলায়। আর এ কথা বলতে গিয়ে শুভেন্দু ওয়েবলের প্রসঙ্গও তুলে আনেন।