হাতে ধারালো অস্ত্র, গায়ে কেরোসিন ঢেলে পুরসভার সামনে আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য দমদমে

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 14, 2021 | 8:27 PM

গায়ে আগুন দেওয়ার আগেই পুরকর্মীরা সেই ব্যক্তিকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

হাতে ধারালো অস্ত্র, গায়ে কেরোসিন ঢেলে পুরসভার সামনে আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য দমদমে
গোপাল দাস, নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: কাজ হারিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে প্রকাশ্য দিবালোকে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। ঘটনার জেরে বুধবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দমদমের নাগেরবাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন গোপাল দাস নামক জনৈক ব্যক্তি। যদিও গায়ে আগুন দেওয়ার আগেই পুরকর্মীরা সেই ব্যক্তিকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে খবর, ড্রাইভারের চাকরি হারানোর কারণেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। গোপাল দাসকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর অমিত পোদ্দারের ড্রাইভার ছিলেন তিনি। কিন্তু গত বছর লকডাউনের সময় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেন অমিত। রোজগার চলে যাওয়ায় আর্থিক অনটনে ভুগছিলেন কয়েকদিন ধরেই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। বুধবার পেটের জ্বালায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহননে চেষ্টা করেন। সেই সময় পুরসভার কর্মীরা সেই ড্রাইভারকে ধরে নেয়, এরপর মারধর করে দমদম থানার হাতে তুলে দেওয়া হয়।

গোটা বিষয়টি নিয়ে দক্ষিণ দমদম পুরসভার নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। পুরসভার তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমিত পোদ্দারও কোনও মন্তব্য করতে চাননি। গোপাল দাসের বক্তব্য, “আমি পুরসভার চেয়ারম্যান-সহ বাকি সবার কাছে গিয়েছিলাম। তাঁরা কেউ আমায় চাকরিটা দেয়নি।” এমনকী, তাঁকে অন্যান্য কর্মীদের সামনেই থাপ্পড় মেরে অমিত পোদ্দার ঠোঁট ফাটিয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন গোপালবাবু। আরও পড়ুন: ‘এখনও কংগ্রেস করছেন! ভেবেই অবাক লাগছে’, সতীর্থদের উদ্দেশে কোন বার্তা অধীরের?

Next Article