‘এখনও কংগ্রেস করছেন! ভেবেই অবাক লাগছে’, সতীর্থদের উদ্দেশে কোন বার্তা অধীরের?

Adhir Ranjan Chowdhury: বঙ্গ কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

'এখনও কংগ্রেস করছেন! ভেবেই অবাক লাগছে', সতীর্থদের উদ্দেশে কোন বার্তা অধীরের?
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 7:29 PM

কলকাতা: বঙ্গে অস্তিত্ব সংকটে ভুগছে কংগ্রেস। এ কথা এতদিন পর্যন্ত কেবল রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এ বার তাতে যেন সিলমোহর দিয়ে দিলেন অধীর চৌধুরী নিজেই।

একটু খোলসা করে বলা যাক। বুধবার প্রদেশ কংগ্রেসের তরফে কার্যনির্বাহী কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানেই দলের অস্তিত্ব যে সংকটে, তা দ্বর্থ্যহীন ভঙ্গিতে কার্যত স্বীকার করে নেন অধীর। বক্তব্য রাখতে উঠে শুরুতেই তিনি বলেন, “আপনারা এখনও কংগ্রেস করছেন, ভেবেই অবাক লাগছে।” অধীরের এই মন্তব্যই কার্যত বঙ্গ রাজনীতিতে এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। যদিও সতীর্থদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “সামনে কঠিন লড়াই। আপনাদের উপরেই নির্ভর করছে দল কীভাবে এগোবে। আপনারাই পারেন দলকে এই কঠিন পরিস্থিতি থেকে তুলে ধরতে।”

তবে অধীরের এই কিঞ্চিৎ ব্যঙ্গাত্মক মন্তব্য যে দলের দূরাবস্থার দিকেই ইঙ্গিত করছে, তাও পরিষ্কারভাবে বুঝতে পারছেন রাজনীতির কারবারিরা। সূত্রের খবর, কীভাবে সামনের দিনে দলকে পরিচালনা করতে হবে না নিয়েও একাধিক পরামর্শ দেন অধীর। তবে বৈঠকে উপস্থিত বাকি সদস্যরা জানিয়ে দেন, কংগ্রেস এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, তাতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। দলে অর্থের সমস্যা রয়েছে। দল কোন পথে চলবে, কী করবে, কিছুই বোঝা যাচ্ছে না। বৈঠকে অধীরবাবু আন্দোলনের কথা বললেন কোন পথে আন্দোলন করা হবে, বা কোন ইস্যুতে করা হবে, কিছুই ঠিক হয়নি।

তাৎপর্যপূর্ণ ভাবে, এ দিনের বৈঠকে প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান বা আবু হামেস খান চৌধুরীর মতো প্রবীণ কংগ্রেস নেতারাও যোগ দেননি। বৈঠক রীতিমতো এড়িয়ে গিয়েছেন তাঁরা। ফলে বঙ্গ কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে অধীরের মন্তব্য তাঁর আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়েও একাধিক সম্ভাবনার জন্ম দিল বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। আরও পড়ুন: নবান্ন থেকে ফেরার পথে রাজভবনে গেলেন মমতা, বেরিয়ে এলেন প্রায় ২ ঘণ্টা পর