কলকাতা : বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হল নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। তাঁর আইনজীবী এদিন জামিনের আর্জি জানালেও আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আগেই। এবার সেই অঙ্ক আরও বেশি বলে দাবি করল ইডি।
বিএড কলেজগুলি থেকে টাকা নেওয়ার অভিযোগ আগেই উঠেছে। এদিন ইডি দাবি করেছে, কলামন্দিরে বেসরকারি বিএড, ডিএলএড কলেজ কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক করা হয়েছিল। কলেজগুলিকে ৫০ হাজারের চেক দিতে বলা হয়। সেই বাবদ মানিকের ছেলের কোম্পানিতে ২.৬৪ কোটি টাকা ঢুকেছিল। মানিক নির্দেশ দিয়েছিলেন ভর্তির জন্য সেই টাকা দিতে হবে। এভাবে মানিক তোলাবাজি করেছে বলে অভিযোগ ইডি-র।
যে ২০১৪- র টেট নিয়ে ভূরি ভূরি অভিযোগ, সেই ২০১৪-তে টেট পরীক্ষায় ৩২৫ জনকে পাশ করানোর জন্য ৩.২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ মানিকের বিরুদ্ধে।