Maniktala: সকাল ৬টা, শিশুরাও তখন গভীর ঘুমে আচ্ছন্ন, মানিকতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি
Kolkata: শনিবার সকালে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুরসভার আধিকারিকরা।

কলকাতা: বর্ষাকালে ভেঙে পড়ছে কলকাতা শহরের একের পর এক বাড়ি। শনিবার সকালেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরের এক পরিবার। মানিকতলায় ভেঙে পড়ল প্রায় ২০০ বছরের পুরনো একটি বাড়ি। বাড়িতে একটি পরিবারের বাস ছিল। তাদের গায়ের উপর ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। কোনও ক্রমে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।
১২১/৪ কে মানিকতলা মেইন রোডে অবস্থিত দোতলা বাড়ি এটি। একসময় জমিদার বা রাজবাড়ি বলেও পরিচিত ছিল এটি। কর্পোরেশন থেকে পুরনো বাড়ি হিসেবে নোটিসও দেওয়া হয়েছিল। ওই বাড়ির এক শরিক বসবাস করেন সেখানে। নীচের তলায় ভাড়াটে বসবাস করে। সেই বাড়িটাই এদিন ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও মানিকতলা থানার পুলিশ। আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাড়ির এক বাসিন্দা জানান, সকাল ৬টার সময় সবাই ঘুমিয়ে ছিল। সেইসময় হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়িটি। ৭-৮ মাস ধরে ভাড়ায় আছেন তাঁরা। দেওয়াল ভেঙে পড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বাড়ির মহিলা সদস্য। তিনি বলেন, দেওয়াল ভেঙে পড়ার পর কী হয়েছিল, আর মনে পড়ছে না। ভাল করে কথাও বলতে পারছিলাম না। বাড়ির এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
