Awas Yojana: আবাসে ‘অনিয়ম’, ২ সপ্তাহেই তালিকা থেকে বাদ ৫ লাখেরও বেশি নাম!

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 25, 2022 | 5:49 PM

Awas Plus: ১০ ডিসেম্বরের তালিকা অনুযায়ী, আবাস প্লাস তালিকায় আবেদন ছিল ৪৫ লাখ ৭২ হাজার। শনিবারের হিসেবে সেই তালিকায় নাম করে দাড়িয়েছে ৪০ লাখ ২৭ হাজার।

Awas Yojana: আবাসে অনিয়ম, ২ সপ্তাহেই তালিকা থেকে বাদ ৫ লাখেরও বেশি নাম!
আবাসের তালিকা থেকে নাম বাদের হিড়িক

Follow Us

কলকাতা: আবাস যোজনার (Awas Yojana) তালিকায় উপভোক্তাদের নাম যাচাই শুরু হতেই বাদ পড়তে শুরু করেছে বহু নেতার পরিবারের লোকজনের নাম। কোথাও দেখা গিয়েছে, নেতার রয়েছে পেল্লাই বাড়ি, তবু নাম ছিল আবাসের তালিকায়। যাচাইয়ের সময় এমন সব তথ্য উঠে আসতেই তালিকা থেকে কাটা গিয়েছে নাম। অভিযোগ প্রকাশ্যে আসতেই নাম কাটানোর হিড়িক পড়ে গিয়েছে জেলায় জেলায়। নিজেরাই নাম কাটিয়ে দিচ্ছেন অনেকে। হিসেব বলছে, এখনও পর্যন্ত সাড়ে পাঁচ লাখেরও বেশি নাম বাদ পড়েছে আবাসের (Awas Plus List) তালিকা থেকে।

১০ ডিসেম্বরের তালিকা অনুযায়ী, আবাস প্লাস তালিকায় আবেদন ছিল ৪৫ লাখ ৭২ হাজার। শনিবারের হিসেবে সেই তালিকায় নাম করে দাঁড়িয়েছে ৪০ লাখ ২৭ হাজার। জেলায় জেলায় জোরকদমে চলছে তালিকা যাচাইয়ের কাজ। রাজ্যের তরফে আশাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে তালিকা যাচাইয়ের। সেই মতো গ্রামে গ্রামে ঘুরে সার্ভে করেছেন আশাকর্মীরা। আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পাকা বাড়ি থাকা সত্বেও নাম দেখা গিয়েছে পঞ্চায়েত স্তরের একাধিক নেতার পরিবারের লোকেদের। প্রশ্ন করতে অনেকের মুখেই উত্তর, যখন সমীক্ষা হয়েছিল, সেই সময় বাড়ির অবস্থা ভাল ছিল না। এখন অবশ্য তাঁদের বাড়ি পাকা হয়েছে। তাই এখন সরকারি ওই বাড়ি তাঁদের প্রয়োজন নেই। বিডিও-কে তাঁরা বলবেন, নাম কাটিয়ে দেওয়ার জন্য। অনেকে আবার বলছেন, তাঁরা নিজেরাই নাম কাটিয়েছেন।

সব মিলিয়ে আবাসের তালিকা ঘিরে এই দেদার অনিয়মের অভিযোগে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। এরই মধ্যে সেই অস্বস্তি আরও বাড়িয়েছে বিজেপি শিবির। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলছেন, “পাঁচ বছর ধরে পঞ্চায়েতে লুঠ করেছে। আজ মানুষ তাদের থেকে হিসেব চাইছে। কেন্দ্রের পাঠানো টাকা… ১০০ দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক, সব লুঠ হয়ে গিয়েছে। আমরা এই নিয়ে রাজ্যজুড়ে সব বিডিও অফিস ঘেরাও করছি।”

Next Article