কলকাতা: সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশের হাতে ধরা পড়েছেন শীর্ষ মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। জানা গিয়েছে, পূর্ব ভারতে মাওবাদী আন্দোলনের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর। আগেও একাধিকবার গ্রেফতার করা হয়েছে তাঁকে। আপাতত হেফাজতে নিয়ে পুলিশ জেরা করছে ওই মাওবাদী নেতাকে। তবে তিনি ধরা পড়লেও তাতে সংগঠনের খুব একটা ক্ষতি হবে বলে মনে করছেন না তিনি।সূত্রের খবর, পুলিশি জেরায় তাঁর মুখে শোনা গিয়েছে কিষেণজির কথা, শোনা গিয়েছে কিষেণজির ‘ভুল সিদ্ধান্তের’ কথাও।
হেফাজতে জেরার মুখে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের মাওবাদী সংগঠনের প্রধান সব্যসাচী ওরফে কিশোর নাকি বলেছেন, লালগড় আন্দোলনের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল কিষেনজির অনভিজ্ঞতা। গণ আন্দোলনে তাঁর কোনও অভিজ্ঞতা ছিল না বলেই দাবি করেছেন সব্যসাচী।
সূত্রের খবর, জেরার মুখে কিশোর জানিয়েছেন, লালগড় আন্দোলনের ব্যর্থতা আচমকাই থমকে দিয়েছিল এ রাজ্য সহ পূর্বভারতে মাওবাদী সংগঠনের ভবিষ্যত। যা গত পাঁচ বছরে অনেকটাই সামলানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি। মাওবাদী পলিটব্যুরো সদস্য কোটেশ্বর রাও ওরফে কিষেনজির মৃত্যুর পর সংগঠনের কেন্দ্রীয় কমিটির যে তৃতীয় রিভিউ বৈঠক হয়েছিল, সে কথাও উল্লেখ করেছেন। সূত্রের খবর, জেরায় তিনি বলেছেন ওই বৈঠকে লালগড় আন্দোলনের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হয়েছিল।
কী সেই কারণ? মাও নেতার দাবি অনুযায়ী, প্রথম কারণ হল, পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি গঠন। কিশোরের দাবি, পার্টির গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিষেনজির গ্রামে গ্রামে জনগণের কমিটি তৈরি করার সিদ্ধান্ত ভুল ছিল। তিনি মনে করেন, আগে গ্রামে গ্রামে পার্টি সেল তৈরি করা দরকার ছিল। সূত্রের খবর, জেরার মুখে কিষেনজি সম্পর্কে কিশোর বলেন, “কিষেনজির এতবড় গণ আন্দোলন করার কোনও অভিজ্ঞতা ছিল না। সেই অনভিজ্ঞতা থেকেই পর পর ভুল সিদ্ধান্ত।”