Market Price: মাছ থেকে হরেক সবজি – ছ্যাঁকা সর্বত্রই! ভাইয়ের রসনার বাসনা মেটাতে নাকানিচোবানি বোনেদের
Market Price: ভাইফোঁটায় খাওয়াবেন? জানেন কত বাজার দর! এক সপ্তাহ আগে বাজার করেছেন?
কলকাতা: বাঙালির কাছে উত্সব মাত্রেই পেটপুজো। ভাইফোঁটাও কোনও ব্যতিক্রম নয়। ভাইয়ের দীর্ঘায়ু কামনার পাশাপাশি খাবার থালাতেও সমান গুরুত্ব বাঙালির। তবে থালা সাজাতে গিয়ে পকেটে টান পড়ার জোগাড় মধ্যবিত্তের। উত্সবে মরসুমে বাজারে আগুন। হু হু করে পেট্রোপণ্যের দাম বাড়তে থাকায় হেঁশেলেও আগুন। মাছ থেকে হরেক সবজি – ছ্যাঁকা সর্বত্রই। মিষ্টির দোকানে গিয়েও কপালে ভাঁজ বাঙালির। রসনার বাসনা মেটাতে গিয়ে একপ্রকার নাকানিচোবানি বঙ্গবাসী। মাছের দামে আগুন….সবজির বাজারে গেলেও তো পকেটে ছেঁকা লাগছে।
ভাইফোঁটায় খাওয়াবেন? জানেন কত বাজার দর! এক সপ্তাহ আগে বাজার করেছেন? সবজির দাম কিন্তু এখন আরও চড়া। দেখুন এক ঝলকে আজকের বাজার দর…
বাজার দর —- এখন আগে আলু ২২ টাকা ১৮ টাকা পেঁয়াজ ৬৫ টাকা ৫০ টাকা পটল ৬০ টাকা ৪০ টাকা বেগুন ৮০ টাকা ৬০ টাকা টোম্যাটো ৮০ টাকা ৬০ টাকা কাঁচালঙ্কা ২০০ টাকা ১৫০ টাকা বাঁধাকপি ৬০ টাকা ৪০ টাকা ফুলকপি (প্রতি পিস) ৪০ টাকা ২৫ টাকা
ভাইফোঁটায় এলাহি আয়োজন। ভাইয়ের পাতে চিংড়ি, ভেটকি, ইলিশ না দিলেই নয়। কিন্তু, মাছের বাজারে যে খাবি খাচ্ছে বাঙালিরা। রসনার বাসনা মেটাতে গেলে পকেট খালি হওয়ার জোগাড়। মাছের বাজারে ‘অদ্ভূত স্তব্ধতা’। ভাইফোঁটার আগেও ক্রেতা কম।
ভাইফোঁটার মত্স্য পুরাণ — ইলিশ- ১৬০০-১৮০০ টাকা চিংড়ি- ৭৫০-১০০০ টাকা ভেটকি- ৫০০ টাকা পাবদা- ৫০০ টাকা পার্শে- ৬০০ টাকা তোপসে- ৮০০ টাকা ট্যাংরা- ৬০০ টাকা
মানিকতলার বাজারে এসেছেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। তিনি বলেন, “স্ত্রী তাঁর দাদাকে ডেকেছেন। বাজার সব আগেই করে রেখেছিলাম। ভাগ্যিস! এখন তো টুকটাক কিছু জিনিস কিনতে এসেছি, তাতেই যা অবস্থা দেখছি বাজারের… কী যে আর বলি, এবার থেকে একদিন বাজার করে পাঁচ দিন খেতে হবে…”
অন্য আরেক মাঝবয়সী মহিলার কথায়, “দেখুন সব তো আর আগে থেকে কিনে রাখা যায় না। আমরা তো চাইবই টাটকা মাছ-মাংস খাওয়াতে। কিন্তু মাছের যা দাম দেখছি তাতে কিন্তু খুব চাপ।”
আরও পড়ুন: খুনের পরিকল্পনা হয়েছিল বন্ধুর সামনেই, হাওড়ার ব্যবসায়ী খুনে বড় ‘ব্রেক থ্রু’
আরও পড়ুন: আরও নামল তাপমাত্রা! বঙ্গে এখন শীতের আমেজ