কলকাতা: বছর চারেক আগে বাজেয়াপ্ত করা হয় ম্যাথু স্যামুয়েলের (Mathew Samuel) ল্যাপটপ। এক বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আর তাতেই জড়িয়ে পড়ে এই ল্যাপটপ (Laptop)। ২০১৭ তে সেই ল্যাপটপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পরে সেই মামলা মিটে গেলেও ল্যাপটল ফেরৎ পাননি ম্যাথু। তাই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আজ ব্যাঙ্কশাল কোর্টে সেই আবেদনের শুনানি ছিল। পুলিশ কেন ল্যাপটপ আটকে রেখেছে, তা জানতে চান বিচারপতি।
২০১৭ সালে এক বিধায়ককে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছিল। যে ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল ওই বিধায়ককে, সেই ফোন নম্বর পাওয়া যায় ম্যাথুর ল্যাপটপে। এরপরই তাঁর দিল্লির অফিস সহ সব জায়গা থেকে ম্যাথু স্যামুয়েলের ল্যাপটপ, মোবাইল সব কিছু বাজেয়াপ্ত করা হয়। সেই থেকে ওই ল্যাপটপ আর ফেরৎ দেওয়া হয়নি ম্যাথুকে। আদালতে ম্যাথুর দাবি, এখন ওই ল্যাপটপের আর কোনও কাজ নেই। তাই তা ফেরৎ দেওয়া হোক। সেই শুনানিতে পুলিশের কাছে বিচারপতি জানতে চেয়েছেন, কেন এখনও ল্যাপটপ আটকে রাখা হয়েছে? আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ল্যাপটপের বিষয়ে জানাতে হবে আদালতে।
ওই ঘটনার আগে অর্থাৎ ২০১৬ সালের বিধানসভা ভোটের দোরগোড়ায় একটি স্টিং ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয় বাংলার রাজনীতিতে। দেখানো হয় তৃণমূলের মোট ১১জন নেতা টাকা নিচ্ছেন প্রতিশ্রুতির বিনিময়ে। সাংসদ, বিধায়কদের বিরুদ্ধেও উঠেছিল অভিযোগ।
আরও পড়ুন: রেস্তরাঁয় হুক্কা পরিবেশন নিয়ে কী ভাবছে সরকার? জানতে চাইল দিল্লি হাইকোর্ট