ধীরে ধীরে কাটছে জট, এবার গতির আলো মাঝেরহাট-এসপ্লানেড মেট্রো পথেও

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 06, 2021 | 5:01 PM

Joka-Esplanade Metro: জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর এই রুটে মোট ১৪টি স্টেশন থাকছে।

ধীরে ধীরে কাটছে জট, এবার গতির আলো মাঝেরহাট-এসপ্লানেড মেট্রো পথেও
খুব শীঘ্র শুরু হচ্ছে বিমানবন্দর-বারাকপুর মেট্রো প্রকল্পের কাজ প্রতীকী চিত্র

Follow Us

স্বর্ণেন্দু দাস: কিছুদিন আগেই সুখবর এসেছিল। জোকা-মাঝেরহাট মেট্রো নিয়ে আশার আলো দেখিয়েছিল কর্তৃপক্ষ। এবার আরও এক ধাপ এগোল এই রুটে কাজের পরিকল্পনা। আগামী বছরের এপ্রিল মাস থেকেই মাঝেরহাট থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। মেট্রো নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যেই সুড়ঙ্গ খোঁড়ার জন্য টেন্ডার ডাকবে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল (RVNL)। অবশেষে আইনি জটিলতার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেও জানা গিয়েছে।

এই প্রকল্পে জমি জট একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল। এ নিয়ে সেনা আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে মেট্রো নির্মাণকারী সংস্থার। রেল বিকাশ নিগম লিমিটেডের বক্তব্য, সেনা আধিকারিকদের জমি ছাড়াও প্রায় এক একরের মতো জমি রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে। সেই সমস্ত বেসরকারি সংস্থার সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলছে। সমস্ত জট কাটিয়ে ধাপে ধাপে সেই সব জমি অধিগ্রহণ করা হবে।

আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই আলোচনার কাজ হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। এর পর টেন্ডার ডাকার কাজ শুরু হবে। মেট্রো আধিকারিকদের বক্তব্য, টেন্ডার ডাকার পরবর্তী তিন চার মাসের মধ্যে সুরঙ্গ করার কাজ শুরু হয়ে যাবে।

ছবি মৃন্ময় চক্রবর্তী।

জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর এই রুটে মোট ১৪টি স্টেশন থাকছে। জোকা এলাকাতেই ডায়মন্ড পার্ক, আইআইএম ও জোকা স্টেশন। এরপর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড। উল্লেখ্য, মাঝেরহাট সেতু চালু হতেই বেহালার সঙ্গে কলকাতার দূরত্ব কমতে শুরু করেছে আবারও। মাঝেরহাট সেতু নতুন করে খুলে যাওয়ার পর ডায়মন্ড হারবার রোডে যাতায়াতও অনেকটাই মসৃণ হয়েছে। একই সঙ্গে এই পথে মেট্রোর কাজেও গতি এসেছে অনেকটাই। এই পথ চালু হয়ে গেলে বহু মানুষের উপকার হবে। মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতার শেষ প্রান্তও সহজে জুড়ে যাবে। যাতায়ের সময়ও অনেকটাই বাঁচবে নিত্যযাত্রীদের। অফিস টাইমে বাসে-ট্রেনে বাদুরঝোলার যন্ত্রণারও উপশ হবে অনেকটাই।

এতদিন পর্যন্ত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ নিজেরাই করেছে আরবিএনএল। যেহেতু এবার সুড়ঙ্গের মধ্যে কাজ হবে, তাই অন্য সংস্থাকে দিয়ে এই কাজ করাতে চাইছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। মেট্রো রেল আধিকারিকদের বক্তব্য, প্রাথমিক পর্বে তাঁরা চাইছেন, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ শুরু করতে। ইতিমধ্যেই সেই অংশের কাজ কতদূর এগিয়েছে তা পরিদর্শন করেছেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। তিনি জানিয়েছিলেন, খুব দ্রুত ওই অংশের জন্য কমিশন অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করবে। তারপর বাকি অংশের কাজ হবে। তবে মাঝেরহাট ব্রিজ নির্মাণে যে বাড়তি সময় লাগবে তা জানান তিনি। আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা! গাড়ি থেকে নেমে দলীয় কর্মীদের বোঝালেন মানিক সরকার

 

Next Article