কলকাতা: শহরের বুকে একের পর এক ছাদের উপরে থাকা রেস্তোরাঁগুলিতে আগুন। পার্ক স্ট্রিট থেকে কসবার অ্যাক্রোপলিস। একের পর এক ঘটনায় এবার কড়া সিদ্ধান্ত পুরনিগমের। কলকাতায় যে ক’টি আবাসন বা বাড়ির ছাদের উপরে রেস্তোরাঁ বা ক্যাফে বা অন্যান্য বাণিজ্যিক কাজকর্ম চলছে, যেখানে মূলত আগুনের ব্যবহার বা হিটার ব্যবহার হচ্ছে, সেই জায়গাগুলো সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হল। সমীক্ষা করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে মেয়র জানালেন।
এই ধরনের বাণিজ্যিক কাজে ব্যবহার করা জায়গাগুলির যদি অনুমতি থাকে, তাহলে পুরনিগম সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে। যদি অনুমতি না থাকে তাহলে সেই রেস্তোরাঁ বা ক্যাফে সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে।
একইসঙ্গে বাড়ির ছাদে আগামিদিন থেকে এই ধরনের কোনও রেস্তোরাঁ বা ক্যাফে খোলার ব্যাপারে আদৌ অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েও পরবর্তীকালে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কলকাতা পুরনিগম। তবে এক্ষেত্রে কলকাতা পুরনিগম নতুন করে আইন আনবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতায় এখন ছাদগুলি বেশির ভাগই বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হচ্ছে। কলকাতা পুরনিগমের কাছে যার তথ্য থাকছে না। মেয়র জানান, তাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মোকাবিলা করা সম্ভব হচ্ছে না বলে জানান মেয়র। আর সে কারণে আগামিদিন থেকে আদৌ এই ধরনের বাণিজ্যিকভাবে রেস্তোরাঁ বা ক্যাফেগুলিতে অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে কঠোর অবস্থানে থাকবে কলকাতা পুরনিগম।
এদিন কলকাতা পুরনিগমে একটি অভ্যন্তরীণ বৈঠক ছিল। সেখানে ফিরহাদ হাকিম কার্যত পরিষ্কার করে দিয়েছেন, নতুন করে ছাদে রেস্তোরাঁ বা ক্যাফে তৈরিতে আর কোনও অনুমতি দেওয়া হবে না। শহরের বুকে গত দু’ সপ্তাহে পর পর দু’টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেগুলির পিছনে এই ধরনের ছাদে থাকা রেস্তোরাঁ বা ক্যাফেগুলিকে দায়ী করছে কলকাতা পুরনিগম।