RSS in Bengal: মমতা সরকারের ওপর চাপ বাড়াতে এবার কলকাতার পথে নামছে RSS

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 21, 2024 | 6:29 PM

RSS in Bengal: তবে সরাসরি সঙ্ঘের ব্যানারে হবে না কোনও মিছিল। অরাজনৈতিক একটি সংগঠনের নামে হবে এই কর্মসূচি। 'বঙ্গ বিবেক' নামে ব্যানার তৈরি করার কথা আছে। তবে এখনও পর্যন্ত এই মিছিলের অনুমতি পাননি আয়োজকরা।

RSS in Bengal: মমতা সরকারের ওপর চাপ বাড়াতে এবার কলকাতার পথে নামছে RSS
রাজ্যে আরএসএসের মিছিলের সম্ভাবনা

Follow Us

কলকাতা: বিজেপির ভোট পরবর্তী হিংসার অভিযোগ সেই বিধানসভা নির্বাচনের সময় থেকে। লোকসভা নির্বাচনের পরও সেই একই অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। একের পর এক জেলা থেকে আসছে অভিযোগ। মামলাও হয়েছে আদালতে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মী সমর্থকদের উপর মারধর এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে। রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলও। এমন পরিস্থিতির মধ্যেই এবার একই ইস্যুতে সরব সঙ্ঘ শিবির। রাস্তায় নামার পরিকল্পনাও শুরু হয়েছে।

সূত্রের খবর, রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা করেছে সঙ্ঘ শিবির। কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। একাধিক সংগঠন তাতে যোগ দিতে চায় বলেও সূত্রের খবর। হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ছাড়াও সঙ্ঘ ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এবার পথে নামবে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির উপর নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হে তারা।

তবে সরাসরি সঙ্ঘের ব্যানারে হবে না কোনও মিছিল। অরাজনৈতিক একটি সংগঠনের নামে হবে এই কর্মসূচি। ‘বঙ্গ বিবেক’ নামে ব্যানার তৈরি করার কথা আছে। তবে এখনও পর্যন্ত এই মিছিলের অনুমতি পাননি আয়োজকরা। আগামী মঙ্গলবার মিছিল করতে চায় ওই সংগঠন।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কয়েকদিন আগেই রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কমিটিতে ছিলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজ লাল, কবিতা পাতিদার প্রমুখ। বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তাঁরা।

Next Article