Firhad Hakim: ‘বেকার ছেলেরা হকারি করবেন, কিন্তু তার মানেই…’, কড়া বার্তা ফিরহাদের

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jun 21, 2024 | 8:09 PM

Firhad Hakim: সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুক্রবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন। জবরদখল রুখতে কাজ করবে এই কমিটি। সেখানে রয়েছেন শীর্ষ আমলারা। তাঁরা পলিসি তৈরি করবেন। কমিটিতে রয়েছেন মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, বিনীত গোয়েলরা। 

Firhad Hakim: বেকার ছেলেরা হকারি করবেন, কিন্তু তার মানেই..., কড়া বার্তা ফিরহাদের
ফিরহাদ হাকিম।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরপ্রধান থেকে বিভিন্ন দফতরের সচিব, পুলিশ প্রশাসন, সকলকে নিয়েই বসেন বৈঠকে। সেখানে কলকাতায় জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। প্রশ্ন তুলেছিলেন, সরকারি জমি নিয়েও। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জমি বিতর্ক নিয়ে কড়া বার্তা দেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, কলকাতায় কোনও আনএসেসড প্রপার্টি রাখা হবে না। প্রয়োজনে কলকাতা পুরনিগমের নামে সম্পত্তির নামকরণ করা হবে। ফিরহাদের কথায়, “মালিকানা নেই এমন সম্পত্তি সরকারের প্রপার্টি। পরে মালিকানা তৈরি করিয়ে একটা অসাধু প্রোমোটিং গ্রুপ নিজেদের নামে করে নেয়। তা বন্ধ করার উদ্যোগ আমরা নিয়েছি। আনএসেসড প্রপার্টি আপাতত সবই কেএমসির নামে অ্যাসেস করা হবে। সত্যি মালিকানা থাকলে সে দলিল এনে দেখিয়ে নিজের নামে করিয়ে নেবে।”

কলকাতার ফুটপাত দখল নিয়েও অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে ফিরহাদ বলেন, “বেকার ছেলেরা হকারি করবেন, এটা ঠিকই আছে। কিন্তু তার মানেই নোংরা করব, সব জায়গা দখল করব, এটাও মেনে নেওয়া যাবে না। কিছু কিছু জায়গায় ফুটপাত দখল করে নিয়ম মেনে ব্যবসা করছেন। আবার অনেক জায়গায় ফুটপাত দখল করে থাকলেও পিছনের বাড়িতে যাওয়া যায় না। এমনকী সেখানে আগুন লাগলেও সমস্যায় পড়তে হয়। হকার বসবে। তা বলে বেলাগাম হবে কেন? জবর দখল সরাতে হবে কলকাতায়।

সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুক্রবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন। জবরদখল রুখতে কাজ করবে এই কমিটি। সেখানে রয়েছেন শীর্ষ আমলারা। তাঁরা পলিসি তৈরি করবেন। কমিটিতে রয়েছেন মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, বিনীত গোয়েলরা।

জলাজমি নিয়েও এদিন ফিরহাদ হাকিম বলেন, রাজপুর-সোনারপুর সহ একাধিক জায়গায় জলাজমি দখল করে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে। কলকাতার মেয়রের কথায়, তা ভাঙা হচ্ছে ঠিকই। তবে এই বিষয়গুলি পরিবেশ দফতরের আওতাধীন। তারা আলাদা টিম করে নজরদারি চালাক, পরামর্শ ফিরহাদের।

Next Article