Mayor Firhad Hakim: পুর সভার অন্দরেই মঞ্চ, আজ পুরসভার মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 28, 2021 | 1:09 PM

Firhad Hakim: মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কলকাতা পুরভবনে জোর কদমের প্রস্তুতি। পুরসভা সূত্রের খবর, ২০১৫ সালে মেয়র হিসাবে শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়েছিলেন টাউন হলে।

Mayor Firhad Hakim: পুর সভার অন্দরেই মঞ্চ, আজ পুরসভার মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম
ট্যাবলো বিতর্কে কী বলছেন ফিরহাদ হাকিম (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: আজ শপথ নেবেন কলকাতা পুরসভার নব নির্বাচিত ভাবী মেয়র ফিরহাদ হাকিম। পুর অধিবেশনে নয়, প্রথা ভেঙে এই প্রথম পুর সভার অন্দরে ফাঁকা জায়গায় মঞ্চ বেঁধে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথির উপস্থিত থাকার কথা। ফিরহাদ ছাড়াও এদিন শপথ নিতে পারেন কলকাতা পুরসভার নতুন চেয়ারপার্সন মালা রায়।

মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কলকাতা পুরভবনে জোর কদমের প্রস্তুতি। পুরসভা সূত্রের খবর, ২০১৫ সালে মেয়র হিসাবে শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়েছিলেন টাউন হলে। এবার ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি হচ্ছে। পুরসভার ফাঁকা জায়গায় মঞ্চ ও মণ্ডল তৈরি করে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের ঘরে নামফলক বসানো হবে আজই।

ফিরহাদ এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার মেয়র হিসাবে নির্বাচিত হচ্ছেন। মেয়র পদে দ্বিতীয় কোনও মনোনয়ন পত্র জমা না পড়ায় সোমবারই শহরের মহানাগরিক নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম। নিয়ম মেনে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে মেয়র ঘোষণা করবেন কমিশনার। শপথ গ্রহণ মঞ্চে মেয়র, ডেপুটি মেয়র ও পারিষদদের ঠিক উলটোদিকে কাউন্সিলরদের বসার ব্যবস্থা করা হয়েছে।

প্রথমে প্রোটেম স্পিকার রামপেয়ারে রাম শপথ পড়াবেন চেয়ারপার্সন মালা রায়কে। রীতি মেনে এর পরে চেয়ারপার্সন মেয়র ও পারিষদদের শপথ পাঠ করানোর কথা। সূত্রের খবর, পুরনো পারিষদদের দপ্তর অনেকটাই অপরিবর্তিত থাকছে। দেবাশিস কুমারকে আরও একটু বাড়তি গুরুদায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

ডেপুটি মেয়র হন অতীন ঘোষ। ১৩ জন মেয়র পরিষদের সদস্য হন। নাম রয়েছে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, বৈশ্বানর চট্টোপাধ্যায়, স্বপন সমাদ্দারের।

কলকাতার মহানাগরিক পদে বসেই ফিরহাদ হাকিম বলেছিলেন, “জীবন যদি যায় যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে ভঙ্গ হতে দেব না। তাঁর আদর্শ, বিশ্বাস নিয়েই এতদিন পুরবোর্ড চলেছে। এরপরও চলবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে আমরা শুধু কাজ করে যাব। আমৃত্যু ওনার বিশ্বাসের মর্যাদা দিয়ে উনি যে দায়িত্ব দিয়েছেন তা পালন করব।”

আরও পড়ুন: হাওড়া ভোট নিয়ে দ্রুত শুনানি আর্জি, আজ সিদ্ধান্ত নেবে হাইকোর্ট

আরও পড়ুন: Dilip Ghosh on Municipal Elections 2021: ‘তৃণমূলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন’

Next Article