Kolkata Airport: বিমানে ওঠার আগে সাংঘাতিক পরিস্থিতি, উঠতেই পারলেন না যাত্রীরা

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

May 21, 2024 | 9:31 PM

Kolkata Airport: মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। ওই যাত্রীর সঙ্গে তাঁর পরিবারের তিনজন সদস্যও ছিলেন। সকাল ৬টা ৩৫ মিনিটে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আই৫ ৫৮২ করে বাগডোগরা যাওয়ার কথা ছিল তাঁদের। তাঁর আগে ভোর তিনটে নাগাদ অসুস্থ হয়ে যান তিনি।

Kolkata Airport: বিমানে ওঠার আগে সাংঘাতিক পরিস্থিতি, উঠতেই পারলেন না যাত্রীরা
কলকাতা বিমানবন্দর।
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিমানে ওঠার আগেই আচমকা শরীর খারাপ। অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। নির্ধারিত সময়ের অনেক আগেই পরিবারের সঙ্গে কলকাতা বিমানবন্দরে এসেছিলেন ৬৩ বছর বয়সি ধাত্রী সিংহ। চেক ইনের সময় হঠাৎই তাঁর শরীর খারাপ করতে থাকে। বুকে যন্ত্রণা অনুভব করেন। শুরু হয় শ্বাসকষ্ট।

মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। ওই যাত্রীর সঙ্গে তাঁর পরিবারের তিনজন সদস্যও ছিলেন। সকাল ৬টা ৩৫ মিনিটে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আই৫ ৫৮২ করে বাগডোগরা যাওয়ার কথা ছিল তাঁদের। তাঁর আগে ভোর তিনটে নাগাদ অসুস্থ হয়ে যান তিনি।

বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসার পর সকাল পৌনে পাঁচটা নাগাদ ওই যাত্রীর পরিবারের সদস্যরা নিজেরাই বিমানে ওঠার পরিবর্তে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ধাত্রীকে। বিমানবন্দর সূত্রের খবর, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। তবে এরপরও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় গুরুত্ব বুঝে পাঠানো হয় হাসপাতালে।

Next Article