AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ক্যামাক স্ট্রিটে অভিষেক-বক্সী সাক্ষাৎ, পুজোর পরই মেগা বৈঠক কালীঘাটে?

TMC: তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণ দলের মধ্যে দু'টি আলাদা বৃত্ত তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে কান পাতলে কখনও গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে আসছে, কখনও আবার আদি-নব্য কাঁটায় দীর্ণ সংগঠন। ওয়াকিবহাল মহলের মত, দলের শীর্ষ নেতারাও বোধহয় এখন তা উপলব্ধি করছেন এবং তাঁরা মনে করছেন দুই নয়, দলের মধ্যে একটাই বৃত্ত হওয়া প্রয়োজন।

TMC: ক্যামাক স্ট্রিটে অভিষেক-বক্সী সাক্ষাৎ, পুজোর পরই মেগা বৈঠক কালীঘাটে?
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী।
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 1:33 PM
Share

কলকাতা: বৈঠক করলেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে এই বৈঠক হয়। সেখানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সাম্প্রতিক তৃণমূলের রাজনীতিতে নিঃসন্দেহে বৃহস্পতিবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণ দলের মধ্যে দু’টি আলাদা বৃত্ত তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে কান পাতলে কখনও গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে আসছে, কখনও আবার আদি-নব্য কাঁটায় দীর্ণ সংগঠন। ওয়াকিবহাল মহলের মত, দলের শীর্ষ নেতারাও বোধহয় এখন তা উপলব্ধি করছেন এবং তাঁরা মনে করছেন দুই নয়, দলের মধ্যে একটাই বৃত্ত হওয়া প্রয়োজন। তা না হলে সংগঠিত দল হিসাবে লড়াই করা অতটাও সহজ হবে না।

পুজোর পরই কালীঘাটে মেগা বৈঠক ডাকতে চলেছে তৃণমূল। এদিন এ নিয়ে দুই নেতার কথা হয় বলে খবর। এছাড়া নতুন একগুচ্ছ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, সংগঠনে রদবদল নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। তবে ওয়াকিবহাল মহলের দাবি, রদবদল নিয়ে ধীরে চলো নীতির পক্ষে তৃণমূলের একটা বড় অংশ।

আগামী ২ অক্টোবর দেশের বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তার আগে দলের সেকেন্ড-ইন-কমান্ডের সঙ্গে আগামী কর্মসূচির প্রস্তুতি খসড়া নিয়ে আলোচনা দলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সীর। পুজোর পর কালীঘাটে তৃণমূলের একটি মেগা বৈঠকও হবে বলে খবর।