ছাত্রমৃত্যুতে রাজভবনে আজ বৈঠক।
Image Credit source: TV9 Bangla
কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘিরে নানা প্রশ্ন উঠছে। র্যাগিংতত্ত্ব এসেছে সামনে। নদিয়ার বগুলার একেবারে মধ্যবিত্ত পরিবারের ছেলে স্বপ্নদীপ কুণ্ডু। যাদবপুরে পড়ার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ করতে বাংলা নিয়ে ভর্তিও হল। অথচ কয়েকদিন যেতে না যেতেই এই ঘটনা। হস্টেলের তিনতলা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু। গত বুধবার রাতের ঘটনা। পরদিন বৃহস্পতিবারই ক্যাম্পাসে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই আজ শুক্রবার বৈঠক ডাকেন। সেখানে ডেকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের।
নজরে রাজভবনের বৈঠক
- আজ রাজভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপকদের সঙ্গে বৈঠকের পরে রাজভবনের তরফ থেকে এই সিদ্ধান্ত।
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য প্রাক্তন বিচারপতিকে এই কমিটির মাথায় বসানোর ভাবনাচিন্তা।
- এবার রাজভবন তৈরি করছে হাই লেভেল অ্যান্টি র্যাগিং কমিটি। পিসরুম, অ্যান্টি কোরাপশন সেলের পর এবার অ্যান্টি র্যাগিং কমিটি রাজভবনের।
- বৈঠকে ছিলেন ডিন অব যাদবপুর। বেরিয়ে গেলেন তিনিও।
- ২টো নাগাদ বেরিয়ে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
- আছেন মনোরোগ চিকিৎসক (সিএনএমসি) শর্মিলা সরকার ও মনোবিদ অনামিতা সেন।
- শুধু যাদবপুর নয়, রাজ ভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও আছেন।
- সকাল ১১টার মধ্যে রাজভবনে পৌঁছন অধ্যাপকরা। রাজভবনের ভিতরে চলছে বৈঠক। রাজ্যপাল অ্যান্টি র্যাগিং বৈঠক করছেন বলে সূত্রের খবর। দু’ জন চিকিৎসককেও ডাকা হয়েছে। একজন মনোরোগ চিকিৎসক একজন মনোবিদ।