West Bengal Assembly: বিধানসভায় আপাতত বন্ধ সব কমিটির বৈঠক, ৫০ শতাংশ হাজিরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 04, 2022 | 6:20 PM

COVID situation in Kolkata: পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বিধানসভার সব কমিটির বৈঠক বন্ধ থাকবে। কমিটিগুলি বিভিন্ন এলাকা পরিদর্শন করে, তাও আপাতত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal Assembly: বিধানসভায় আপাতত বন্ধ সব কমিটির বৈঠক, ৫০ শতাংশ হাজিরা
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: রাজ্যে করোনার বাড়বাড়ন্ত (COVID Situation in West Bengal)। সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতায়। এই পরিস্থিতিতে বিধানসভার (West Bengal Assembly) সমস্ত কমিটির (স্ট্যান্ডিং ও হাউস) বৈঠক আপাতত বন্ধ করা হল। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বিধানসভার সব কমিটির বৈঠক বন্ধ থাকবে। কমিটিগুলি বিভিন্ন এলাকা পরিদর্শন করে, তাও আপাতত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে বিধানসভায় হাজিরাও কমিয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় স্ট্যান্ডিং ও হাউস মিলিয়ে মোট ৪১ টি কমিটি রয়েছে। সেই সবগুলিতেই আপাতত সমস্ত বৈঠক বন্ধ করা হয়েছে।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে সাধারণভাবে রবিবার করোনা পরীক্ষার হার কিছুটা কম থাকে। কিন্তু তারপরেও ৬ হাজারের উপরে দৈনিক সংক্রমণ। সামগ্রিক পরিস্থিতি দেখলে ভয় না পেয়ে থাকার উপায় নেই। সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতায়। এই পরিস্থিতিতে বিধানসভায় ৫০ শতাংশ কর্মচারীদের নিয়েই কাজ হবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নিয়ম চালু থাকবে।

রাজ্যজুড়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। সামাল দিতে ফের ফিরেছে কনটেনমেন্ট জ়োন। কলকাতায় চালু হয়েছে সেফ হোম। শহরের তিনটি সেফ হোমের মধ্যে সবথেকে বড় বাইপাস সংলগ্ন সেফহোমটি। ৫ তলা সেফ হোমে ২০০টি বেড রয়েছে। আজ বিকেল থেকে ৯জন ডাক্তার ও ২০ জন নার্স থাকবেন সেফ হোমে। মঙ্গলবার সকালে সেফহোম পরিদর্শনে যান পুরসভার স্বাস্থ্য বিভাগের শীর্ষ ও রাজ্য স্বাস্থ্য দফতরের একজন ব্লক মেডিক্যাল হেলথ অফিসার।

গোটা বাংলাতেই লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৯.৫৯ শতা্ংশ। লাগামছাড়া সংক্রমণ কলকাতায়। শুধু কলকাতাতেই কোভিড আক্রান্ত ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতায় পজিটিভিটি রেট প্রায় ৩৪ শতাংশ।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার এ রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে চারজনের। এদিনের বুলেটিনে উদ্বেগ বাড়ি মাথা চাড়া দিয়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৭ জন। সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ।

রবিবার যে নমুনা পরীক্ষা করা হয়েছে, তারই রিপোর্ট এসেছে সোমবার। সকলেরই জানা, রবিবার ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা কম হয়। ফলে পর পর দু’দিন সংক্রমণ ৬ হাজার নিয়ে কোথাও স্বস্তির কোনও অবকাশই নেই। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও ধারাবাহিকভাবে দেখা গিয়েছে, বাকি দিনের তুলনায় সোমবারের বুলেটিনে সংক্রমণ কিছুটা কম আসে।

আরও পড়ুন : Weather Update: ঠান্ডার অনুভূতি মিললেও পশ্চিমী ঝঞ্ঝায় অধরা শীত, একাধিক জেলায় কুয়াশার চাদর

Next Article