Weather Update: ঠান্ডার অনুভূতি মিললেও পশ্চিমী ঝঞ্ঝায় অধরা শীত, একাধিক জেলায় কুয়াশার চাদর
Westerly winds: বর্তমানে রাজ্যে যেমন ঠান্ডা রয়েছে, আগামী ৪৮ ঘণ্টাও সেই ঠান্ডা থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা: রবিবার পর্যন্ত বাংলার আকাশ পরিষ্কারই থাকছে। আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণ উভয় বঙ্গেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। চলতি সপ্তাহে বাংলার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। বর্তমানে রাজ্যে যেমন ঠান্ডা রয়েছে, আগামী ৪৮ ঘণ্টাও সেই ঠান্ডা থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতার তাপমাত্রায় খুব একটা নড়চড় হবে না। জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছু কম থাকবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ৪৮ ঘণ্টার পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। কারণ উত্তর পশ্চিম ভারতে এখন একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে। আর তার কারণে উত্তর-পশ্চিম দিকে শীতল হাওয়া বাধা পাচ্ছে । আর একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে।
এছাড়া আগামী তিনদিন একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার প্রভাব থাকবে। রাজ্যের বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার প্রভাব থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে,’২১-এ গোটা ডিসেম্বর মিলিয়ে কলকাতার রাতের তাপমাত্রার গড় থেকেছে স্বাভাবিকের উপরেই। পরিসংখ্যান বলছে, সর্বনিম্ন তাপমাত্রার গড় দাঁড়িয়েছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিক ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাত্ স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শীতে তো তাপমাত্রা কম থাকবে, হল বেশি! অধরা পাশ মার্কই। কেন বেশি হয়েছে? উত্তর সহজ। ৩১ দিনের মাসে ১৮ দিনই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের উপরে। ১৩ দিন পারদ ছিল স্বাভাবিক বা তার নীচে।
মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “টানা ঠান্ডা পেতে হলে দুই ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক থাকতে হয়। সেই জন্যই গত ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর একটানা শীতের আমেজ পেয়েছে কলকাতা। কিন্তু দু’টি ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক না-থাকলে তাপমাত্রা নামার সময় পায় না। সেটাই হয়েছে।” তাহলে উপায়? আপাতত, শীতের জন্য চাতকের অপেক্ষা! বলছেন সংশ্লিষ্ট মহল।
কলকাতার মতো জেলাগুলিতেও পারদ নিম্নমুখী। আকাশ পরিষ্কার থাকায় জেলায় ঠান্ডার ভালোই দাপট থাকবে। এখনও অবধি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এখনই ধরা দিচ্ছে না শীত। নেপথ্যে জোড়া শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যটি আসছে ৭-৯ জানুয়ারির মধ্যে। ফলে একটানা অনেকদিন দুর্বল থাকবে হিমেল হাওয়া।
আরও পড়ুন: PM Modi in Manipur: ‘২০১৪-র পরে দিল্লিই এসেছে মণিপুরের দুয়ারে’, এক মুহূর্তও নষ্ট না করার বার্তা নমোর