Menaka Gambhir: ‘AM-PM-র’ গন্ডগোল! মধ্যরাতে সিজিও-তে হাজিরা অভিষেক শ্যালিকার, পেলেন না কাউকেই

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 12, 2022 | 11:59 AM

Coal Smuggling Case: গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছন মেনকা। সেই সময় অভিষেকের শ্যালিকাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

Menaka Gambhir: AM-PM-র গন্ডগোল! মধ্যরাতে সিজিও-তে হাজিরা অভিষেক শ্যালিকার, পেলেন না কাউকেই
মেনকা গম্ভীর

Follow Us

কলকাতা: মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। রাত সাড়ে ১২টা নাগাদ ইডি দফতরে পৌঁছন মেনকা। নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে সেখানে যান তিনি। সোমবারই তাঁকে তলব করেছিল ইডি। হাজিরা দেওয়ার কথা ছিল সোমবার অর্থাৎ আজ। তবে গতকাল রাত্রিবেলা পৌঁছে যান ইডি দফতরে। কিন্তু দফতর বন্ধ থাকায় ফিরে আসতে হয় তাঁকে।

গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছন মেনকা। সেই সময় অভিষেকের শ্যালিকাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকান বলে সূত্রের খবর। কারণ ইডি তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছিল। এই নোটিশ জারি করলে অভিবাসন দফতর বিদেশ যাত্রার ক্ষেত্রে সবুজ সংকেত দিতে পারে না। পরবর্তীকালে দমদম বিমানবন্দরে যখন ইডি অফিসাররা আসেন তাঁকে তিন পাতার একটি সমন ধরানো হয়। সেই সময় হাজিরা যে সময় উল্লেখ ছিল সেখানে গড়মিল হয় বলে খবর।

সূত্রের খবর, সমনে লেখা ছিল মেনকাকে হাজিরা দিতে হবে ১২.৩০ এ.এম অর্থাৎ ১২ সেপ্টেম্বর রাত্রি সাড়ে বারোটায়। এখানেই তৈরি হয় সমস্যা। সমন অনুযায়ী সিজিও কমপ্লেক্সে মধ্যরাতে নিজের আইনজীবী সৌমেন মহান্তিকে সঙ্গে নিয়ে পৌঁছন অভিষেক শ্যালিকা। কিন্তু প্রত্যাশা মতোই সেখানে কোনও ইডি অফিসাররা ছিলেন না যাঁরা এই কয়লা পাচারকাণ্ডের তদন্ত করছেন। ১০ মিনিট পর তিনি তাঁর বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।

এই বিষয়ে মেনকা জানান, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি এসেছিলাম। কিন্তু ভিতরে কোনও ইডি অফিসার না থাকার কারণে আমি ফিরে যাচ্ছি।’ এ দিকে, সময়ের গণ্ডগোলের জন্য আজ হয়ত হাজিরা দেবেন না মেনকা যদি না পাল্টা সমন জারি করা হয় এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়, তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও ইতিমধ্যেই একাধিকবার নোটিস পাঠিয়েছে ইডি। অভিষেক ইডির দফতরেও যান। তবে অভিষেকের ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অভিষেক প্রয়োজনে বাইরে যেতে পারেন। তবে মেনকা গম্ভীর এরকম কোনও আবেদন নিয়ে আদালতে যাননি বলেই সূত্রের খবর। তাঁর কাছে এরকম কোনও অনুমতি নেই কোর্টের।

 

 

 

 

Next Article