কলকাতা: কখনও ঝিরঝিরে। কখনও বা মুষলধারায় চলছে বর্ষণ। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রবিবার রাতভর কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলেছে বৃষ্টি। সোমবারও সকাল থেকে আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। চলছে টানা বর্ষণ। আর এই একটানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা করছেন শহরবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উপকূলে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
সোমবার যে সকল জেলায় ভারী বৃষ্টি–
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতে।
মঙ্গলবার যে সকল জেলায় ভারী বৃষ্টি
মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে।
বুধবার যে সকল জেলায় ভারী বৃষ্টি
বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আজ মেঘলা আকাশ থাকবে শহলে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দিনভর হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শহরে বৃষ্টি হয়েছে ৩৭ দশমিক ১ মিলিমিটার।
এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কোথায়?
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ ওড়িশা উপকূলে দিয়ে শক্তিশালী এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত এর অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। যার জেরে ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
প্রশাসনিক সতর্কবার্তা
এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভিতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। যার কারণে মৎস্যজীবীদের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের।