কলকাতা: ইডি-র সমন নোটিসে টাইপে ভুল। আবারও তলব মেনকা গম্ভীরকে। কয়লা পাচারকাণ্ডে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে ১২টায় সিজিও কমপ্লেক্সে মেনকাকে তলব করা হয়েছে।
ইডি সূত্রে খবর, ই-মেল মারফত মেনকাকে নতুন করে সমন পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এর আগে ইডির তরফে যে ভুল করা হয়েছিল সেই বিষয়টিকেই শুধরে নিয়ে সমন পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আজ মেনকা গম্ভীর হাজিরা দেবেন ইডি দফতরে।
এর আগে রবিবার রাত ১২টা নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি করেছিলেন মেনকা। সেই মোতাবেক নিজের আইনজীবী সৌমেন মহান্তীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। কিন্তু প্রত্যাশা মতোই সেখানে কোনও ইডি অফিসাররা ছিলেন না যাঁরা এই কয়লা পাচারকাণ্ডের তদন্ত করছেন। বন্ধ ছিল অফিসের মেন গেট। বাইরে তখন প্রহরায় ছিলেন কর্তব্যরত সিআরপিফ জওয়ানরা। মেনকার আইনজীবী হাজিরা নোটিস দেখান তাঁদের। সেই নোটিস দেখার পর জওয়ানরা, সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে প্রবেশের অনুমতি দেন। সেই মোতাবেক পাঁচতলায় পৌঁছন মেনকারা। এরপর বৃষ্টি মাথায় নিয়ে ছাতা হাতে মধ্যরাতে ইডি অফিসে প্রায় ১০ মিনিট অপেক্ষা করেন অভিষেক শ্যালিকা। পরে ১২.৪০ নাগাদা বাড়ির পথে রওনা দেন তাঁরা।
রবিবার মেনকা জানান, ‘আমায় নোটিস পাঠিয়ে রাত সাড়ে ১২টায় ডাকা হয়েছিল, সেই মতো এসেছি।’
এ দিকে, গতকালের এই ঘটনার পর প্রশ্ন উঠছিল আদৌ কি আজ হাজিরা দেবেন অভিষেক শ্যালিকা? মনে করা হচ্ছিল, ইডি-র তরফে হওয়া ভুলকে হাতিয়ার করে মেনকার আইনজীবীরা কলকাতা হাইকোর্টে আসতে পারেন। তাঁরা জানাতে পারেন এইভাবে মধ্যরাতে একজন মহিলাকে তলব করে হেনস্থা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও, এখনও পর্যন্ত সেই রকম কোনও কিছুই উল্লেখ করা হয়নি। আজ দুপুর সাড়ে বারোটায় সিজিও কমপ্লেক্সে পৌঁছে যাবেন মেনকা গম্ভীর এমনটাই খবর ইডি সূত্রে।
ঘটনার বিষয়ে আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘আমি তো জানি না রাত্রি সাড়ে বারোটার সময় কোনও আইনি কাজকর্ম সম্ভব কি না। তবে কোনও-কোনও বিশেষ ক্ষেত্রে অনেক রাত অবধি সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থা চলেছে। তবে রাত্রি সাড়ে বারোটায় ইডির এই সমন পাঠানো আমার বোধগম্য হচ্ছে না। আমার স্বল্প আইনি অভিজ্ঞতায় আমি কখনও দেখিনি একজন ভদ্রমহিলাকে মধ্যরাতে নোটিস পাঠানো হয়েছে।’