কলকাতা: ‘লা নিনা’র আশীর্বাদ, বর্ষার বৃষ্টি নিয়ে বড় সুখবর সুখবর দিচ্ছে আবহাওয়া দফতর। কৃষকদের সহায় প্রকৃতি, বর্ষায় ভাল বৃষ্টির ইঙ্গিত হাওয়া অফিসের। দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার আশা। ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে দেশে, বলছে মৌসম ভবন। বাংলায় কী হবে? উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের একটা অংশেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে কিছু জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন।
উপকূল ও পশ্চিমের কিছু জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, লা নিনা থাকলে সামগ্রিক ভাবে দেশে যেমন বেশি বৃষ্টি হয়, তেমনই ওড়িশা, দক্ষিণবঙ্গের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হয়। আসল কথা, ১৫ জুলাই থেকে ১৫ অগস্টের মধ্যে কতটা বৃষ্টি হচ্ছে তার উপর বেশি খেয়াল রাখা হয়। ওই সময়ে পর্যাপ্ত বৃষ্টি হলে মুখে হাসি ফোটে কৃষকদের। কারণ, ওই সময়ই আমন ধান রোপণের কাজ চলে। ওই পর্বে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকেন।
তবে আগামী কয়েকদিন বাংলার কোথাও খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আবার তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের জন্য আগামী তিন থেকে চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পারার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা বাড়তে পারে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।