Kolkata Metro Rail: ‘কবি সুভাষ’ থেকে ‘হেমন্ত মুখার্জি’, নতুন লাইনে মেট্রো চলবে ফেব্রুয়ারিতেই
Kolkata Metro Rail: অরেঞ্জ লাইনে আপাতত জোকা-তারাতলা পার্পল লাইনের ধাঁচেই পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে।
কলকাতা: ধাপে ধাপে চালু হয়ে যাচ্ছে শহরের একের পর এক মেট্রোর লাইন। জোকা-তারতলার পর এবার মেট্রো (Metro Rail) চলবে রুবি পর্যন্ত। চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে। রুবি (Ruby Metro) মোড়ে অবস্থিত মেট্রো স্টেশনটির নাম হেমন্ত মুখার্জী স্টেশন। কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে মঙ্গলবারই অনুমতি মিলেছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি এই করিডরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। তারপরই অনুমতি মিলল। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) পর্যন্ত এই করিডরের কাজ চলছে।
এই করিডরে আপাতত রুবি পর্যন্ত মেট্রো চালু হবে। ক্রমে এই কাজ শেষ করা হবে। ধাপে ধাপে মেট্রো স্টেশনগুলির বাকি কাজ শেষ হলেই গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। কলকাতার দক্ষিণের বাসিন্দারা এর ফলে বিশেষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। আপাতত ৫ কিলোমিটার মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে।
বিমানবন্দর পর্যন্ত এই লাইনটি হল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইনে আপাতত জোকা-তারাতলা পার্পল লাইনের ধাঁচেই পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই লাইনে থাকবে এক রেক এক প্লাটফর্ম পরিষেবা।
তবে হাওড়া- শিয়ালদহ- সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু করার জন্য এখন কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জ বউবাজারের ৮০০ মিটার। এইটুকু লাইন পাততে পারলে এবছরেই ওই লাইনে পরিষেবা শুরু করে দেওয়া সম্ভব বলে জানানো হয়েছে। তবে অরুণ অরোরা জানিয়েছেন, যদি একান্তই বউবাজারের ৮০০ মিটারের সমস্যার কোনও সমাধান না হয়, তাহলে আংশিকভাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা এ বছরেই চালু হয়ে যাবে। নাহলে অন্য পরিকল্পনা নেবে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া, নর্থ সাউথ মেট্রোতে ১৬ টি রেকে পরীক্ষামূলক ভাবে ওয়াই ফাই চালুর ভাবনা রয়েছে কর্তৃপক্ষের, কিউ আর কোড সহ পেপার টিকিট চালু করা হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোতে।