কলকাতা: একদিকে নতুন তারকা মুখের চমক রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। অন্যদিকে, বাদ পড়ল একাধিক পুরনো নাম। যে কেন্দ্রগুলিতে গতবার তৃণমূল জিততে পারেনি, সেগুলির প্রায় সবকটিতেই নতুন প্রার্থী দেওয়া হয়েছে এবার ঘাসফুলের তরফে। রবিবার ব্রিগেড সভা থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। তবে ঘোষণার আগেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, যাঁদের প্রার্থী তালিকায় রাখা হল না, তাঁদের কোনও না কোনও দায়িত্ব দেওয়া হবে।
একনজরে বাদ পড়লেন কোন কোন সাংসদ
আরামবাগ থেকে টিকিট পেলেন না সাংসদ অপরূপা পোদ্দার। ওই কেন্দ্রে টিকিট পেলেন মিতালি বাগ।
বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হচ্ছে না সাংসদ সুনীল কুমার মণ্ডলকে। বদলে প্রার্থী হচ্ছেন পেশায় চিকিৎসক ড. শর্মিলা সরকার।
বিজেপির টিকিটে জয়ী হয়ে প্রার্থী হলেও পরে তৃণমূলে ফিরে এসেছিলেন অর্জুন সিং। তবে এবার ব্যারাকপুর কেন্দ্রে টিকিট পেলেন না তিনি। সেই জায়গায় প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।
বসিরহাট থেকে বাদ পড়ল অভিনেত্রী নুসরত জাহানের নাম। প্রার্থী হচ্ছেন হাজি নুরুল ইসলাম।
সাংসদ পদ ছাড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মিমি চক্রবর্তী। এবার যাদবপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না তিনি। ওই কেন্দ্র থেকে লড়বেন আর এক অভিনেত্রী তথা তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।
মথুরাপুর কেন্দ্রে প্রার্থী করা হল না সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে। ওই কেন্দ্রে টিকিট পেলেন বাপী হালদার।
এছাড়া, ২০১৯-এর তালিকায় যে সব প্রার্থীর নাম ছিল তাঁদের অনেকেই এবার আর টিকিট পাননি। উত্তরবঙ্গের একাধিক আসনে বদলে গিয়েছে প্রার্থী। পরেশ চন্দ্র অধিকারী, দশরথ তিরকে, বিজয়চন্দ্র বর্মন, অমর সিং রাই, কানাইয়া লাল আগরওয়াল, অর্পিতা ঘোষ, মৌসম নূর, মোয়াজ্জেম হোসেনের নাম এবার আর নেই। প্রার্থী তালিকায় জায়গা পাননি মমতাবালা ঠাকুর, রত্না দে নাগ, শ্যামল সাঁতরা প্রমুখ।