কলকাতা: পুলিশের পর এবার পুরসভার ডিজি বিল্ডিংয়ের কাজে ক্ষুব্ধ মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ‘টক টু মেয়রে’ এক শহরবাসীর কাছে অভিযোগ শুনে পুর আধিকারিকদের উপর খড়গহস্ত মেয়র ফিরহাদ হাকিম। ‘বসে থাকলে হবে না কাজ করুন’ ধমক ববির।
এ দিন মেয়র পুরকর্মীদের উদ্দেশ্যে বলেন, “হা করে বসে থেকে লাভ কি? অসুবিধা হলে আমায় জানালেন না কেন? মানুষ আমাদের নামে কী বলছে? মানুষ আমাদের কেন চোরপরেশন বলে? এই কারণেই বলে। আমরা কাজ করতে পারছি না বলে বলেছে। টাকা খাচ্ছি বলে বলব না। কাজ করতে পারছি না বলে মানুষ ভাবে দুর্নীতি হচ্ছে। প্রোমোটারের সঙ্গে তো লেনাদেনা নেই। তাহলে কেন করব না?” এ দিন, কার্যত ব্যাঙ্গের সুরেই ফিরহাদ বলেন, “এত ক্যাজুয়াল হলে চলে না। এতটা ক্যাজুয়াল হতে পারি না। ওই তো ফাইলটা গিয়েছে…। মনে হল দাদা বলে দিলাম…। এই ভাবে হয় না কাজ। আমাদের তো কারও সঙ্গে কোনও লেনদেন নেই। তাহলে কেন বদনাম হবে?”
উল্লেখ্য, এর আগে কসবার ঘটনার সময় পুলিশকে ধমক দিতে দেখা গিয়েছিল মেয়রকে। তিনি বলেছিলেন “এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না। বাংলা সংস্কৃতির জায়গা। পুলিশকে বলব, অ্যাক্ট নাও। পুলিশ কোথায়? ” এরপর আজ পুরকর্মীদের উদ্দেশ্য কড়া বার্তা দিলেন ফিরহাদ