Jyotipriya Mallick Arrest: রেশন চুরির টাকা ঢুকেছে কাউন্সিলরদের অ্যাকাউন্টেও? বালু-ঘনিষ্ঠদের তালিকা বানাচ্ছে ইডি
Jyotipriya Mallick Arrest: একসময় উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। এরপর খাদ্যমন্ত্রী হন। বর্তমানে বনমন্ত্রী। স্বাভাবিকভাবেই জেলার বেশ কিছু কাউন্সিলরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, এই কাউন্সিলরদের অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে
কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ কাউন্সিলদের তালিকা তৈরি করছে ইডি। উত্তর ২৪ পরগনার ২৭ টি পৌরসভায় জ্যোতি ঘনিষ্ঠ কাউন্সিলরদের তালিকায় নজর এজেন্সির।
একসময় উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। এরপর খাদ্যমন্ত্রী হন। বর্তমানে বনমন্ত্রী। স্বাভাবিকভাবেই জেলার বেশ কিছু কাউন্সিলরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, এই কাউন্সিলরদের অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে। সেই কারণে ২৭টি পৌরসভার প্রায় ৭৫-৮০ জন কাউন্সিলরের তালিকা তৈরি করছে ইডি গোয়েন্দারা।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই সকল কাউন্সিলরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তাঁদের আয়-ব্যয় ও সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হবে। তবে, জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতের পাওয়ার পরেই চলবে এই জিজ্ঞাসাবাদ পর্ব।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই তদন্ত আরও জোর কদমে শুরু করেছে ইডি। বনমন্ত্রী ঘনিষ্ঠদের ২০টির বেশি মোবাইল বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। মোবাইল ডি-কোড করে তথ্যের সন্ধান করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মোবাইলের ভিতরেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির চাবিকাঠি। এমনটাই মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা।