Priyadarshini Mallick: দু’কাঁধে ঝুলছে ব্যাগ, রাত্রিবেলা CGO-তে হাজির বালু-কন্যা

Jyotipriya Mallick Arrest: সূত্রের খবর, রাতে বাড়ির খাবারই খান মন্ত্রী। এরপর খান চারটি ওষুধ। সেই মতোই প্রিয়দর্শিনী এসেছিলেন সিজিও কমপ্লেক্সে বাড়ির খাবার দিতে। বস্তুত, ইডি অফিসে আসার প্রথম রাত কাটে মাটিতে শুয়েই। সূত্রের খবর, ঘুমানোর জন্য মাটিতে পেতে দেওয়া হয়েছিল গদি।

Priyadarshini Mallick: দু'কাঁধে ঝুলছে ব্যাগ, রাত্রিবেলা CGO-তে হাজির বালু-কন্যা
সিজিওতে প্রিয়দর্শিনীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 10:09 AM

কলকাতা: বেসরকারি হাসপাতাল থেকে ছুটির পর বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার আদালতের নির্দেশ মতো তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কমান্ড হাসপাতালে। তবে বালুর দায়িত্ব কোনও নিতে চায় না তারা। তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিকে, মন্ত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে একদম হালকা খাবার দেওয়া হচ্ছে। তাঁর সকাল শুরু হচ্ছে চা দিয়ে, দুপুরে পাতে পড়ছে নিরামিষ তরকারি, ভাত-রুটি। গতকাল আবার রাত্রিবেলা বাবার জন্য খাবার নিয়ে হাজির হয়েছিলেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক।

সূত্রের খবর, রাতে বাড়ির খাবারই খান মন্ত্রী। এরপর খান চারটি ওষুধ। সেই মতোই প্রিয়দর্শিনী এসেছিলেন সিজিও কমপ্লেক্সে বাড়ির খাবার দিতে। বস্তুত, ইডি অফিসে আসার প্রথম রাত কাটে মাটিতে শুয়েই। সূত্রের খবর, ঘুমানোর জন্য মাটিতে পেতে দেওয়া হয়েছিল গদি। যদিও রাতের দিকে বালুর ঘুম আসেনি বলেই খবর। রাতভর ওই ঘরে হাঁটাচলা করেছেন তিনি। ভোরের দিকে ঘুমোন বলে খবর।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন মন্ত্রী। তদন্তে অসহযোগিতার অভিযোগ তাঁকে গ্রেফতার করে ইডি। ওই দিন তাঁকে আদালতে পেশ করা হলে এজলাসেই করে ফেলেন বমি। জ্ঞান হারান। সেই সময় বাবার মাথায় জল দিয়ে তাঁকে ঠান্ডা করেন মেয়ে প্রিয়দর্শিনী। মূলত, গ্রেফতারির পর থেকে একাধিকবার সিজিও কমপ্লেক্সে দেখা গিয়েছে তাঁকে। প্রতিদিন বাবার জন্য রাতের খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি মন্ত্রীর প্রয়োজনীয় জিনিস পত্র সবটাই পৌঁছে দিয়ে যাচ্ছেন তাঁর কন্যা।