Summer Vacation:‘সর্বনাশ না করে মাননীয়া ছাড়বেন না’! স্কুলের ছুটি বৃদ্ধি নিয়ে তোপ শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 14, 2022 | 9:12 PM

Summer Vacation: ছুটি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। যা নিয়েও শিক্ষা মহলে চলছে জোরদার চর্চা।

Summer Vacation:‘সর্বনাশ না করে মাননীয়া ছাড়বেন না’! স্কুলের ছুটি বৃদ্ধি নিয়ে তোপ শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের
ছবি - সুভাষের আক্রমণের মুখে মমতা

Follow Us

কলকাতা: স্কুলে গরমের ছুটি নিয়ে কিছুদিন আগেই আড়াআড়ি ভাবে বিভাজন দেখতে পাওয়া গিয়েছিল উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্য়ে। অন্যদিকে এবার স্কুলে গরমের ছুটি (Summer Vacation) আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা নিয়েই চাপানউতর চলছে শিক্ষা মহলে। পক্ষে-বিপক্ষে উঠে এসেছে নানা মত। এদিকে সরকাররে এ সিদ্ধান্ত নিয়েও এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে শিক্ষা মহলের অন্দরে। 

জ্যের স্কুলগুলির গ্রীষ্মের ছুটি বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুভাষ সরকার বলেন, “শিক্ষাব্যবস্থা ও ছাত্র ছাত্রীদের পঠনপাঠনের একেবারে সর্বনাশ না করে মাননীয়া ছাড়বেন না। কারণ যত লেখাপড়া কম হয় ততই ওনার লাভ। রাজ্যে যখন গরম তেমনভাবে পড়েনি এবং উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল সেই সময় উনি স্কুলের ছুটি দিয়ে দিয়েছিলেন। রাজ্যে গত বছর স্কুলছুটের সংখ্যা বেড়েছে। এই অবস্থায় এমন ছুটি বৃদ্ধির কোনও যৌক্তিকতা নেই”। প্রসঙ্গত, আগের নির্দেশিকা অনুসারে ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল স্কুলগুলির। সেই ছুটির মেয়াদই বর্তমানে আরও বাড়িয়েছে রাজ্য। ২৬ জুন পর্যন্ত বেড়ে গিয়েছে সেই সময়সীমা। ২৭ জুন থেকে পুনরায় খুলবে স্কুল। তাপমাত্রার পারদ এখনও ঊর্ধ্বমুখী থাকাতেই এ সিদ্ধান্ত বলে স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।  

এদিকে চলতি সপ্তাহেই রাজ্যে পাকাপাকি ভাবে পা রাখছে বর্ষা। উত্তরবঙ্গেও আগামী ৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারমধ্যে রাজ্য সরকারে এ নতুন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে চাপান-উতর। এদিকে ৩০ জুনের মধ্যে স্কুলগুলিতে একাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল। নয়া নির্দেশিকার জেরে এই সময়সীমাও খানিকটা বেড়ে গিয়েছে। ১ ১ জুলাইয়ের মধ্যে শেষ হতে পারে পরীক্ষা। ২৯ জুলাইয়ের মধ্যে জমা করতে হবে মার্কস। এদিকে ছুটি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। এদিকে করোনার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল রাজ্য়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠন। সেখানে করোনা ফাঁস আলগা হলেও ফের লাগাতার ছুটি বৃদ্ধি উদ্বেগ বেড়েছে শিক্ষা মহলে। 

Next Article