Kolkata: খাস কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ তরুণী, ৭ দিন পরেও মিলল না খোঁজ

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Oct 17, 2024 | 10:44 PM

Kolkata: সকলের একটাই প্রশ্ন, ঘটনার পর কেটেছে সাতটা দিন। কিন্তু এখনও কী করছে পুলিশ? বৃহস্পতিবার তরুণীর মা দাবি করেন, তাঁদের পাড়ারই এক যুবক তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে। যদিও যে যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাঁর বাড়িতে গেলে পরিবারের লোকজন ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করেন।

Kolkata: খাস কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ তরুণী, ৭ দিন পরেও মিলল না খোঁজ
এলাকায় চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ তরুণী। ৭ দিন কেটে গেল। এখনও মিলল না খোঁজ। বারবার পুলিশের দ্বারস্থ হয়েও মিলছে না সুরাহা। খাস কলকাতায় এ ঘটনায় নতুন করে শোরগোল। নিখোঁজ তরুণীর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গত ১০ তারিখ সন্ধ্যা ৮টা নাগাদ নিজের মামাতো বোন ও বান্ধবীদের সঙ্গে ঠাকুর দেখতে বের হয়েছিলেন বছর উনিশের ওই তরুণী। কিন্তু, রাত পেরিয়ে ভোর হলেও আর তিনি বাড়ি ফেরেননি। ইতিমধ্যেই ভোরে ওই তরুণীর বোন ফোনে জানায় কোথাও তিনি তাঁর দিদিকে খুঁজে পাচ্ছেন না। 

এলাকার চারপাশেও চলে খোঁজ। কিন্তু, খোঁজ মেলেনি তরুণীর। এরপরই সোজা থানার দ্বারস্থ হন পরিবারের লোকজন। পার্কস্ট্রিট থানায় গিয়ে গোটা বিষয় খুলে বলেন তাঁরা। লেখা হয় নিখোঁজ ডায়েরি। একইসঙ্গে কপি যায় লালবাজারের মিসিং পার্সন স্কোয়াডেও। কিন্তু, এখনও দেখা নেই মেয়ের। তাতেই হতাশ পরিবারের লোকজন। হতাশ এলাকার লোকজনও। 

সকলের একটাই প্রশ্ন, ঘটনার পর কেটেছে সাতটা দিন। কিন্তু এখনও কী করছে পুলিশ? বৃহস্পতিবার তরুণীর মা দাবি করেন, তাঁদের পাড়ারই এক যুবক তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে। যদিও যে যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাঁর বাড়িতে গেলে পরিবারের লোকজন ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করেন। এদিকে আরজি কর আবহে উত্তাল কলকাতা, উত্তাল গোটা রাজ্য। তারমধ্যেই জয়নগর, কৃষ্ণনগরের নৃশংস ঘটনায় নতুন করে শোরগোল চলছে। তারমধ্যে খাস কলকাতার বুক থেকে তরুণী উধাওয়ের খবর চলছে চাপানউতোর। 

Next Article